Placeholder canvas
Homeবিনোদনবিটাউনের কোন তারকারা অডিশন থেকে বাদ গিয়েছেন?

বিটাউনের কোন তারকারা অডিশন থেকে বাদ গিয়েছেন?

একের পর এক সুপারহিট সিনেমার অডিশন দিতে গিয়েই ফিরে আসতে হয়েছে

কলকাতা: তাঁদের অভিনয়ের (Acting) গুণে মুগ্ধ ভক্তসংখ্যা প্রচুর। যে ছবিই করেন না কেন, সিনেমা হলে উপচে পড়ে ভিড়। তবে জানেন কি, তাঁদের জীবনেও বারবার চরম ব্যর্থতা এসেছে। একের পর এক সুপারহিট সিনেমার অডিশন (Audition) দিতে গিয়েই ফিরে আসতে হয়েছে। তবু থেমে থাকার পাত্র নন তাঁরা। লড়াই জারি রেখে আজও তারা দাপিয়ে বেড়াচ্ছেন ইন্ডাস্ট্রি। অনুষ্কা শর্মা, বরুণ ধাওয়ান, দীপিকা পাডুকোন, ভিকি কৌশল-সহ একাধিক অভিনেতারা এই ধরণের অডিশনের সম্মুখীন হয়েছিলেন।

অনুষ্কা শর্মা- অনুষ্কা শর্মা, তাঁর কর্মজীবনের প্রথম দিকে ‘থ্রি ইডিয়ট’স চলচ্চিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। পিয়া চরিত্রের জন্য তিনি অডিশন দিলেও অবশেষে করিনা কপুর এই ছবিতে অভিনয় করেছিলেন। পরবর্তীকালে পিকে ছবিতে রাজু হিরানির সঙ্গে কাজ করেন তিনি।

দীপিকা পাডুকো- ২০১৫ সালে, আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদির হিন্দি চলচ্চিত্র ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এ একটি ভূমিকার জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু, কোনও একটি কারণের জন্য তাঁকে নির্বাচিত করা হয়নি। পরবর্তীকালে পরিচালক এই চরিত্রের জন্য অভিনেত্রী মালবিকা মোহননকে কাস্ট করেন।

বরুণ ধাওয়ান- বরুণ ধাওয়ান, একজন বিশিষ্ট পরিচালকের ছেলে। অডিশনে একাধিকবার প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন তিনি। বিশেষ করে কিরণ রাও পরিচালিত ধোবি ঘাট চলচ্চিত্রের জন্য তাঁকে বাছা হলেও লাভ হয়নি। সেই প্রকল্পে কোনও ভূমিকা না পাওয়া সত্ত্বেও, তিনি পরবর্তীতে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির মাধ্যমে খ্যাতি অর্জন করেন।

ভিকি কৌশল- তাঁর কর্মজীবনের শুরুর দিনগুলিতে, ভিকি কৌশল বেশ কয়েকটি চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। যার মধ্যে একটি হল ভাগ মিলখা ভাগ। জানা যায় যে তাঁর অভিজ্ঞতার অভাবের জন্য অডিশন থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল এবং পরে ফারহান আখতার ওই ভূমিকায় অভিনয়ট করেন। পরবর্তীতে স্যাম বাহাদুরে দেখা যাবে ভিকিকে।

বিজয় বর্মা- বিজয় বর্মা তাঁর কর্মজীবনে বারবার বেশকিছু সংগ্রামের মুখোমুখি হয়েছেন। অসংখ্য অডিশন, ছোট-বড় ভূমিকায় তাঁকে বাদ দেওয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল কাই পো চে চলচ্চিত্রের জন্য তাঁর অডিশন। শেষ পর্যন্ত তাঁকে বাদ দিয়ে সুশান্ত সিং রাজপুতকে নেওয়া হয়েছিল। তিনি ডার্লিংস, বাঘি 3 এবং গলি বয়-এর মতো চলচ্চিত্র দিয়ে পরবর্তীকালে খ্যাতি অর্জন করেছিলেন।

দেখুন আরও অন্য খবর:

Colour Bar | ললিত মোদীর সঙ্গে বিয়ে? কী বললেন সুস্মিতা

RELATED ARTICLES

Most Popular

Recent Comments