কলকাতা: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে হেরে বিশ্বকাপ স্বপ্ন চুরমার হয়েছে ভারতের (India)। হতাশার রেশ কাটতে না কাটতেই ফের ক্রিকেট। এবার টি২০ ফর্ম্যাট এবং প্রতিপক্ষ সেই অজিরা। ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলা হবে। এই সিরিজের ১৫ জনের দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই (BCCI)। এশিয়ান গেমসে ভারতের অধিনায়ক ছিলেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে নেতা হিসেবে বেছে নেওয়া হল সূর্যকুমার যাদবকে (Surya Kumar Yadav)।
বলা বাহুল্য, বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma) এই সিরিজে খেলছেন না। এমনকী বিশ্বকাপের ১৫ জনের দলের মাত্র তিনজন আছেন, সূর্যকুমার, ঈশান কিষাণ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। ফাইনালের প্রথম এগারোর মধ্যে আছেন একমাত্র সূর্যই। বাকিরা বেশিরভাগই তরুণ তুর্কি।
আরও পড়ুন: রোহিতদের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন কপিল দেব
সুযোগ পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) নতুন তারা রিঙ্কু সিং (Rinku Singh)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। সেখানে ভালো পারফরম্যান্স দিয়েছিলেন। এরপর এশিয়ান গেমসেও ভালো খেলেন। তবে এ যাবত সবথেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি রিঙ্কু। অস্ট্রেলিয়া যে দলই পাঠাক, তারা অস্ট্রেলিয়াই। এই সিরিজে ফিনিশারের ভূমিকায় কেমন খেলেন কেকেআর ব্যাটার সেদিকে নজর থাকবে।
🚨 NEWS 🚨#TeamIndia’s squad for @IDFCFIRSTBank T20I series against Australia announced.
Details 🔽 #INDvAUShttps://t.co/2gHMGJvBby
— BCCI (@BCCI) November 20, 2023
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হবে ২৩ নভেম্বর। প্রথম ম্যাচ খেলা হবে বিশাখাপত্তনমে। এরপর ২৬ নভেম্বর, ২৮ নভেম্বর, ১ ডিসেম্বর, ৩ ডিসেম্বর খেলা হবে যথাক্রমে তিরুবনন্তপুরম, গুয়াহাটি, রায়পুর এবং হায়দরাবাদে। এই সিরিজ শেষ হলেই টিম ইন্ডিয়া পাড়ি দেবে দক্ষিণ আফ্রিকায়। প্রথম তিনটে টি২০ খেলা হবে যথাক্রমে ১০, ১২ এবং ১৪ ডিসেম্বর। এরপর তিনটে ওডিআই যথাক্রমে ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর। ২৬ তারিখ সেঞ্চুরিয়নে শুরু বক্সিং ডে টেস্ট। দ্বিতীয় টেস্ট ৩ জানুয়ারি থেকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান, মুকেশ কুমার।