কলকাতা: ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গত রবিবার তাঁর না আসা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। বিতর্কের রেশ এখনও আছে, তবে এক বেসরকারি সংস্থার ইভেন্টে গিয়ে সেসব নিয়ে কোনও কথা বললেন না কপিল, মুখ খুললেন শুধুমাত্র ভারতের হার, বিরাট কোহলি-রোহিত শর্মাদের (Rohit Sharma) পারফরম্যান্স নিয়ে।
হরিয়ানা হ্যারিকেনকে প্রথমে জিজ্ঞাসা করা, ফাইনালে হারের মানসিক ধাক্কা থেকে কবে বেরিয়ে আসতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা। তিনি বলেন, খেলার জগতে এগিয়ে চলতে হয়। একটা ধাক্কা লাগল আর তা সারাজীবন বয়ে বেড়াতে হবে এমন নয়। এটা ফ্যানদের উপরেও নির্ভর করে। খেলোয়াড়দের এগিয়ে যেতে হয়, পরের দিনের জন্য পরিকল্পনা করতে হবে। যা হয়ে গিয়েছে তাকে তো বদলানো যাবে না। স্রেফ পরিশ্রম করে যেতে হবে এবং এটাই খেলোয়াড়দের কাজ।
আরও পড়ুন: আজ কাতারের বিরুদ্ধে সুনীল ছেত্রীরা
#WATCH | Delhi | On Team India losing the ICC World Cup 2023 finals, 1983 World Cup-winning captain and former cricketer Kapil Dev says, “I think sports will have to move on. You can’t say that a blow will be carried all life. I think it is up to the fans, sports will have to… pic.twitter.com/4zKkoI0mSY
— ANI (@ANI) November 21, 2023
ফাইনালে ভারতের পারফরম্যান্স নিয়ে কী বলবেন? কপিল বলেন, এই নিয়ে আমি কিচ্ছু বলব না। আপনারা সবাই দেখেছেন, আমার আর কিছু বলার প্রয়োজন নেই। একজন প্রশ্ন করেন, ক্লান্তি এবং ফিটনেসের অভাব কি হারের কারণ? একথা মানতে চাননি কপিল। তিনি সাফ জানিয়ে দেন, হারলে অনেক কারণ উঠে আসে আর জিতলে কিছুই বলা হয় না। এখন এটাই বলার, ওরা খুব ভালো ক্রিকেট খেলেছে। হ্যাঁ, চূড়ান্ত হার্ডলটা পার করতে পারেনি। এই ভুল থেকে আমরা শিখতে পারছি ওটাই স্পোর্টসম্যানশিপ।