হুগলি: মা দিবসে বিজেপি কর্মীদের কাছে থেকে অপ্রত্যাশিত উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার হুগলিতে (Hoogly) নির্বাচনী জনসভার সময় দুই যুবক তাঁর মায়ের সঙ্গে নরেন্দ্র মোদির প্রতিকৃতি উপহার দেন। যা পেয়ে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী। তাঁর প্রয়াত মা হীরাবেন মোদির প্রতিকৃতি উপহার হিসেবে পেয়েছেন প্রধানমন্ত্রী।
উপহারের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, পশ্চিমা বিশ্ব আজ মা দিবস উদযাপন করে তবে আমরা ভারতে সারা বছর মা, দেবী কালী, দেবী দুর্গা এবং মা ভারতের জন্য প্রার্থনা করি। একটি ছবিতে প্রধানমন্ত্রী মেঝেতে বসে আছেন, যখন তাঁর হাত তাঁর মায়ের কোলে এবং অন্য ছবিতে তিনি এবং তাঁর মায়ের হাত প্রধানমন্ত্রী মোদীর কাঁধে।
আরও পড়ুন: তৃণমূল কর্মীকে পেটালেন সন্দেশখালির মহিলারা
উল্লেখ্য, হীরাবেন প্যাটেল গুজরাতের আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি হওয়ার পরে ৩০ ডিসেম্বর ২০২২ সালে মারা যান। তিনি ১০০ বছর জীবিত ছিলেন।
সম্প্রতি, নির্বাচনের তৃতীয় পর্বে আহমেদাবাদ ভোটকেন্দ্র থেকে ভোট দেওয়ার পরে প্রধানমন্ত্রী মোদী তাঁর প্রয়াত মাকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি উল্লেখ করেছেন যে ২০০২ সাল থেকে এই প্রথম তিনি তাঁর মা ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও খবর দেখুন