Friday, July 5, 2024

HomeCurrent NewsRampurhat Violence: ভাদুর দাদা খুনেও পুলিস কিছু করেনি, ক্ষোভ উগরে দিলেন সদ্য...

Rampurhat Violence: ভাদুর দাদা খুনেও পুলিস কিছু করেনি, ক্ষোভ উগরে দিলেন সদ্য পুত্রহারা মা

Follow Us :

বীরভূমঃ খুন পালটা মৃত্যুর (Rampurhat Violence) পর থেকে বগটুই গ্রামের পূর্ব পাড়া জনমানব শূন্য।স্বামীর মৃত্যুতে (Rampurhat Clash) অসুস্থ হয়ে পড়েছেন তাঁর স্ত্রী। কথা বলার মতন  অবস্থায় নেই তিনি।পর পর দুই ছেলে হারানোর পর মা উলেফাবিবি দোষীদের শাস্তির দাবি করেন। তাঁর কথায়,আজ আমার দুই ছেলেকে ওরা খুন করেছে। কাল গ্রামের আরও কাউকে হয়তো খুন করতে পারে। স্ত্রী জসমিনাবিবি মৃত্যুর খবর পাওয়ার পর থেকে আচাড়ি পিছাড়ি করে কেঁদে চলেছেন। স্বামী হারানোর বেদনায় তিনি চিৎকার করে খুনিদের নাম করে অভিযোগ জানাতে থাকেন।নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের বাড়িকে ঘিরে এখন শুধু হাহাকার আর কান্নার রোল ভেসে আসছে।

তৃণমূল নেতা ভাদু শেখের দাদা বাবরও একইভাবে খুন হন। সেই ঘটনায় এখনও কেউ শাস্তি পায়নি বলে বিলাপ করতে থাকেন নিহত ভাদুর মা উলেফাবিবি। পঞ্চায়েত থেকে এসে খাওয়া দাওয়ার পর দুপুরে  বিশ্রাম করেন। বন্দুবান্দব নিয়ে মরের মাথায় আড্ডা মারতে গিয়েছিলেন ভাদু। মা জানান, সন্ধার পর সোনা ও তার সাগরেদ নিউটনরা গাড়িতে মালপত্র রেডি করে রেখেছিল। বন্ধুরা চলে যেতে আমার ছেলের গায়ের কাছে প্রথম বোমা মারে। আর একটি বোমা ও হাত দিয়ে আটকায়। তাতে ওর একটা হাত ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় পড়ে যাওয়ার পর মাথায় গুলি করে এফোঁড় ওফোঁড় করে দেয় ওরা বলে অভিযোগ উলেফার।

আরও পড়ুন Rampurhat Violence: বগটুইয়ের ঘটনায় রাজনীতির যোগ নেই, দাবি রাজ্য পুলিসের ডিজির

মৃতের স্ত্রীও অভিযোগে এদেরই খুনি হিসেবে নাম করেন। মা এবং স্ত্রীয়ের বক্তব্য অনুযায়ী, এলাকায় ভাদু শেখ নামে অত্যন্ত জনপ্রিয় ছিল। গরিব দুঃখীদের সরকারি প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি করতে চাইতো না। আর তাতেই ততৃণমূলেরই একাংশের ক্ষোভ ছিল তার ওপর। সেই আক্রোশ মেটাতেই খুন বলে অভিযোগ তাঁদের।

আরও পড়ুন Cyclone Asani: ক্রমশই নিজের শক্তি বাড়াচ্ছে অশনি, কতটা প্রভাব পড়বে রাজ্যে?

ভাদুর দাদা বাবর খুনের বিষয়ে পুলিসের ওপর ক্ষোভ উগড়ে দেন মা উলেফাও। প্রথম ছেলেকে খুনের পর পুলিস কিছু করতে না পারলে এবারেও কিছু করতে পারবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন  তিনি।

RELATED ARTICLES

Most Popular