নয়া দিল্লি: ফের ছাত্র সংঘর্ষে (student clash) উত্তপ্ত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়(jawharlal Nehru university) ক্যাম্পাস। বৃহস্পতিবার সন্ধ্যায় তাপ্তি হস্টেল ও নর্মদা হস্টেলের দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় চত্বরে লাঠিসোঁটা হাতে দাপিয়ে বেড়াতে দেখা যায় একদল লোককে। তা নিয়ে ভিডিও ছড়িয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা কলকাতা টিভি যাচাই করেনি।
সূত্রের খবর, ওই সংঘর্ষে দুজন গুরুতর জখম হয়েছেন। ঘটনাস্থলে স্থানীয় বসন্ত বিহার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় লিখিত কোনও অভিযোগ কোনও পক্ষই করেনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এদিন রাত পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে পুলিশের (police) এক আধিকারিক জানিয়েছেন, দুই ছাত্রের মধ্যে ব্যক্তিগত সমস্যা নিয়ে গোলমাল। তাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁদের বন্ধুরা।
আরও পড়ুন: Vir Das: ‘কৌতুকে বাধা’! বেঙ্গালুরুতে জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ানের শো বাতিল
এদিকে, এদিনই দিল্লির হংসরাজ কলেজে (hansraj college) এক এসএফআই কর্মীকে একদল এবিভিপি সমর্থক বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এসএফআই (sfi) জানিয়েছে, পুনীত নামে কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্র ফোনে কথা বলছিলেন। রহিত দেধা নামে এবিভিপির এক কর্মীর নেতৃত্বে ১৫ জনের দল তার উপর চড়াও হয় ক্রিকেটের ব্যাট নিয়ে। এদিন কলেজে এসএফআইয়ের ইউনিট সম্মেলন চলছিল। সেই কারণেই অন্যরা ব্যস্ত ছিলেন। কোনও কাজে পুনীত একাই বাইরে বেরিয়ে ছিলেন। সেসময়ই তার উপর আক্রমণ করে এবিভিপির বাহিনী। এসএফআই ওই এবিভিপি সমরঅতকদের সাসপেনশন দাবি করেছে।