পাকিস্তান: রবিবার ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠে পাকিস্তানের বালুচিস্তান (Balochistan blast)। বিস্ফোরণে মৃতু হয় পাঁচ পাকিস্তানি সেনা জওয়ানের। আহত হন কমপক্ষে ১২ জন নাগরিক।
পাক সেনা বাহিনীর (Pakistan Army) তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, শনিবার ২৪ ডিসেম্বর থেকেই ইন্টেলিজেন্স থেকে খবর পেয়ে ওই এলাকায় জঙ্গি দমন অভিযানে নামে পাক সেনা জওয়ানরা। এই অপারেশন চলাকালীন কোহলু জেলার কাহান এলাকায় একটি আইডিতে বিস্ফোরণ ঘটে।
এদিকে ওই দিনই অজ্ঞাতপরিচয় কয়েক জন ব্যক্তি আরেকটি ঘটনা কোয়েটার (Quetta) স্যাটেলাইট টাউনে (Satellite Town) পুলিশ চেকপয়েন্ট লক্ষ্য করে গ্রেনেড (Grenade) ছোঁড়ে। এই গ্রেনেড হামলায় তিন পুলিশকর্মী এবং পাঁচ নাগরিক সহ আটজন আহত হন বলে খবর। উল্লেখ্য, এই পৃথক দু’টি ঘটনার কয়েক ঘণ্টা আগে কোয়েটায় আরও একটি গ্রেনেড হামলা হয় যেখানে চারজন আহত হন।