কলকাতা : পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর(Aniruddha Roy Chowdhury) হাত ধরে বলিউডে ডেবিউ করছেন ওপার বাংলার অভিনেত্রী জয়া আহেসান(Jaya Ahasan)।পিঙ্ক ও লস্ট(Pink & Lost)-এর পর এবার তৃতীয় হিন্দি ছবি তৈরি করছেন অন্তহীন(Antahin) ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।গতবছরই ইয়ামি গৌতমকে(Yammi Gautam) নিয়ে কলকাতায় নানা জায়গায় লস্ট ছবির শ্যুটিং সেরেছেন তিনি।তারপর কেটে গিয়েছে প্রায় দেড় বছর।আরও একবার তিলোত্তমায় নতুন ছবির শ্যুটিং শুরু করেছেন পরিচালক।দক্ষিণ কলকাতায় সম্প্রতি ছবির শ্যুটিং চলেছে।শোনা যাচ্ছে,এখনও নাম ঠিক না হলেও ছবির কাস্টিং কিন্তু রীতিমতো জমজমাট। ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি(Pankaj Tripathi)।পাশাপাশি রয়েছেন দিল বেচারা(Dil Bechara) ছবির নায়িকা সঞ্জনা সাংঘি(Sanjana Sanghi)।
আরও পড়ুন – Shahrukh Khan-Dunki : জলের নিচে বাদশার শ্যুটিং
অনিরুদ্ধ রায় চৌধুরীর এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জয়া আহেসান।বাংলাদেশী নায়িকার বলিউডে ডেবিউ করার জল্পনা দীর্ঘদিনের।অবশেষে অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবিতে কাজ করে বলিপাড়ায় পা রাখছেন জয়া।ওটিটিতে মুক্তির অপেক্ষায় রয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবি লস্ট।এবার পঙ্কজ ত্রিপাঠি ও জয়া আহেসান অভিনীত ছবিটি কবে মুক্তি পায় এবার সেটাই দেখার।
আরও পড়ুন – Shanaya Kapoor : টাইগারের নায়িকা বদল