নয়াদিল্লি: এখন মৃত্যুপুরী তুরস্ক (Turkey) এবং সিরিয়া (Syria)। চারদিকে শুধুই হা হা কার, ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে মৃতদেহ। জমছে লাশের স্তূপ। ফের ২০২০ সালের মহামারি করোনার (Covid Pandemic) স্মৃতিই উস্কে দিল তুরস্কের এই ভয়াবহ ভূমিকম্প (Earthquake)। কাতারে কাতারে লাশ, সৎকার করার জন্য শশ্মানেও জায়গা নেই। চারদিকে শুধুই মৃত্যু মিছিল। সেই একই ছবি ফের উঠে এল তুরস্ক এবং সিরিয়ায়।
শহরের কবরস্তান আগেই ভর্তি হয়ে গিয়েছে। ভূমিকম্পে দেহ কবরস্থ করার জন্য নতুন কবরস্থান খুলেছে সেখানকার প্রশাসন। গণকবরও দেওয়া হচ্ছে সেখানে। তবে ফুরিয়ে এসেছে সেই ঠাঁইও। তুরস্কের মারাশ শহরে গত কয়েক দিনের ছবিটা ঠিক এমনই। শহরে ৫ লক্ষ মানুষ বাস করেন। মৃতদেহ সৎকারের জন্য কয়েকটি কবরস্তান রয়েছে। কিন্তু গত সোমবারের ভূমিকম্পের পর সেখানে আর তিল ধারণেরও ঠাঁই নেই। মৃতদেহের ভিড় সামাল দিতে প্রশাসনের তরফে শহরেই অন্য একটি স্থান মৃতদেহ সৎকারের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছে, সেখানেও ভিড় বাড়ছে, ফুরিয়ে আসছে ঠাঁই।
আরও পড়ুন: Weather Update: নামল রাতের পারদ, ফের শীতের কামব্যাক, কি বলেছে হাওয়া অফিস?
উল্লেখ্য, গত সোমবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। মূল কম্পনের পর, আরও অন্তত ১০০ বার আফটার শকে কেঁপেছে দুই দেশের মাটি। তার পর থেকেই তুরস্ক, সিরিয়ার কবরস্থানে শুরু হয়েছে শববাহী গাড়ির ঘন ঘন আনাগোনা। মৃত্যু মিছিল যেন শেষ হতেই চাইছে না। ভূমিকম্পের ধ্বংসস্তূপ সরালেই, একের পর এক দেহ বেরিয়ে আসছে। মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা সেখানকার প্রশাসনের।