Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাWBJEE 2023 Result | ২৬ মে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ, টুইট করে...

WBJEE 2023 Result | ২৬ মে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ, টুইট করে জানালেন শিক্ষামন্ত্রী 

Follow Us :

কলকাতা: আগামী ২৬ মে প্রকাশিত হবে ২০২৩ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলাফল। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) টুইটার অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি টুইট করা হয়। একবার ইংরেজিতে এবং একবার বাংলায় পোস্ট করে শিক্ষামন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২৩-এর ফলাফল আগামী ২৬ মে, ২০২৩, শুক্রবার দুপুর ২.৩০টের সময় একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে। প্রায় ৯৮,০০০ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন এইবার। তাঁরা তাঁদের র্যা ঙ্ক কার্ড (Rank Card) বোর্ডের ওয়েবসাইটে বিকেল চারটের সময় থেকে ডাউনলোড করতে পারবেন। সকল পরীক্ষার্থীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। 

আরও পড়ুন: Train Stopped Rain | ঝড়ের বলি ২, তার ছিঁড়ে গাছ ভেঙে বিপর্যয়, লন্ডভন্ড জনজীবন 

 

প্রসঙ্গত, এ বছর পরীক্ষার একমাসের মধ্যেই জয়েন্টের ফল প্রকাশ করছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এদিকে বুধবার প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক (H.S. Exam) পরীক্ষার ফলাফল। মাধ্যমিকের মতোই দুপুর ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের। এই পরীক্ষা শুরু হয়েছিল গত ১৪ মার্চ এবং শেষ হয়েছিল ২৭ মার্চ। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রায় আট লক্ষ ছাত্র-ছাত্রী।    

RELATED ARTICLES

Most Popular