Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBhangar Incident | ভাঙড়ে বোমা বিস্ফোরণ, উড়ল তৃণমূল কর্মীর বাড়ি, আহত স্ত্রী 

Bhangar Incident | ভাঙড়ে বোমা বিস্ফোরণ, উড়ল তৃণমূল কর্মীর বাড়ি, আহত স্ত্রী 

Follow Us :

ভাঙড়: এগরা, বজবজের স্মৃতি এখনও দগদগে। এরই মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ভাঙড়ে (Bhangar)। বিস্ফোরণের জেরে ভেঙে গিয়েছে বাড়ির আস্ত দেওয়াল। এই ঘটনায় একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে তৃণমূল (TMC) ও আইএসএফ (ISF)। ঘটনাস্থলে পৌঁছেছে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তবে বিস্ফোরণের মূল উৎস কোথায়, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।

 

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে ওঠে কাশীপুর থানার গানের আইট গ্রাম। বিস্ফোরণের উৎস খুঁজতে গিয়ে দেখা যায় শরিফুল মোল্লা নামে এক তৃণমূল কর্মীর বাড়ির একাংশ ধসে গিয়েছে। আহত হয়েছেন শরিফুলের স্ত্রী রোশনা বিবি। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

আরও পড়ুন:Train Stopped Rain | ঝড়ের বলি ২, তার ছিঁড়ে গাছ ভেঙে বিপর্যয়, লন্ডভন্ড জনজীবন 

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি জানান, আহত মহিলার দেহের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

গত কয়েকদিন ধরে রাজ্যে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর সেইসব ঘটনায় শাসক দলের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। 

উল্লেখ্য, রবিবার সন্ধ্যাতেই দক্ষিণ ২৪ পরগনার বজবজে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়ে অন্তত তিন জনের মৃত্যুর খবর মিলেছে। মঙ্গলবার মালদহের ইংরেজবাজারে একটি বাজির গুদামে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত ২ জনের। টানা প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিরোধীদের অভিযোগ, ওই বাজি কারবারিরা আড়ালে বিস্ফোরক তৈরি করতেন। সেখান থেকেই দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটছে।

RELATED ARTICLES

Most Popular