কোভিড পরিস্থিতিতে হাইকোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানির অনুমতি চাইলেন গোরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্র। সেইসঙ্গে অন্তর্বর্তী জামিনের মেযাদ আরও বাড়ানোর জন্যও আবেদন করেছেন তিনি। এখন তিনি প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে রয়েছেন। ২০১৮’র ৫ সেপ্টেম্বর থেকে সেখানে রয়েছেন বিনয়। নিয়েছেন সে দেশের নাগরিকত্বও। এরপর সিবিআই তাঁর নামে মামলা করেছে। সিবিআই-এর দুটি এফআইআরেই নাম নেই মিশ্রর। সোমবার আদালতে এই প্রসঙ্গ তোলেন বিনয় মিশ্রের আইনজীবী অভিষেক মনু সিংভি ও সিদ্ধার্থ লুথরা। রেড কর্নার নোটিশ থাকার কারণে অন্যদের শুনানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলেও, বিনয় মিশ্রর শুনানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্ভব নয়। তবে কোভিড পরিস্থিতির কারণে বিনয়ের আইনজীবী অভিষেক মনু সিংভি ভিডিও কনফারেন্সে শুনানির আর্জি জানান। তাঁর আর এক আইনজীবী সিদ্ধার্থ লুথরা অন্তর্বতী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানির অনুমতি দেয় হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। আপাতত আগের রায়ই বহাল থাকবে। কোভিড পরিস্থিতিতে মামলার শুনানি দুসপ্তাহ পরে হোক আর্জি জানানোয় সিবিআই-কে ভর্ৎসনা করে হাইকোর্ট।
Html code here! Replace this with any non empty text and that's it.