তাপসী পান্নু অভিনীত ‘হাসিন দিলরুবা’ ছবির ট্রেলার মুক্তি পেল। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে এই ছবিতে তুলে ধরা হয়েছে যৌনতা’ হত্যা ও রহস্য ঘেরা একটি মামলার তদন্ত।থ্রিলারধর্মী তাপসীর এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে এরইমধ্যে তৈরি হয়েছে কৌতূহল। এই ছবিতে তাপসীর সঙ্গে দেখা যাবে বিক্রান্ত ম্যাসি ও হর্ষবর্ধন রানেকে। ছবিতে তাপসীর চরিত্রের নাম রানী। ট্রেলারে দেখা যায় রহস্য-লেখক দীনেশ পণ্ডিতকে নিয়ে তাপসী কিছু কথা বলছেন। দীনেশ তার অত্যন্ত প্রিয় লেখক। তাপসী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। রহস্যজনকভাবে খুন হয় তার স্বামী। সত্যিই কি প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে খুন করেছেন রানী! সেখান থেকেই অন্যদিকে কাহিনী মোড় নেয়। দাম্পত্য,পরকীয়া আর রহস্যজনক খুনের বেড়াজালে আটকে ছবির চিত্রনাট্য।তাপসীর উষ্ণ ঠোঁটে চুম্বনের দৃশ্য দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।পুলিশের জেরার মুখে রানি সাফ জানিয়ে দেয়,’সম্পর্ক মানসিক হয়;কিন্তু শারীরিক সম্পর্ক সব সময় ভোগের জন্য’। তাপসীর স্বামীর ভূমিকায় দেখা যাবে বিক্রান্ত মেসি এবং প্রেমিকের চরিত্রে হর্ষবর্ধন। ‘হাসিন দিলরুবা’ ছবিটি পরিচালনা করেছেন বিনিল ম্যাথু। ছবিটি প্রযোজনা করেছেন আনন্দ এল রাই। আগামী ২ জুলাই থেকে নেটফ্লিক্সে ছবিটি দেখা যাবে।
Html code here! Replace this with any non empty text and that's it.