skip to content
Thursday, May 1, 2025
HomeCurrent Newsবঙ্গে কমছে সংক্রমণ

বঙ্গে কমছে সংক্রমণ

Follow Us :

গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে কমল দৈনিক সংক্রমণের হার। পরিসংখ্যান বলছে, এই সময়ের মধ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩, ৫১৯ জন। এক দিনে মৃত্যুর হার সব থেকে কম। গত ২৪ ঘন্টায় এ রাজ্যের মৃত্যু হয়েছে ৭৮ জনের। বেড়েছে সুস্থতার হার। শেষ এক দিনে প্রায় ২, ১৭১ জন করোনা জয় করেছেন। তবে এই সংখ্যার নিরিখে উত্তর ২৪ পরগনার আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। তারপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা। বেড়েছে এক্টিভ কেসের সংখ্যা। রাজ্যে করোনায় এক্টিভ কেসের সংখ্যা ১, ২৭০। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৬৪ হাজার ৭৭৬ জন। মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৯৭৪ জন। তবে সুস্থ হয়েছেন অনেকে। বঙ্গে সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ২৮ হাজার ৮৮১ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular