skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeScrollDilip Ghosh: কাঁচা বাঁশ কেটে রেখেছে কর্মীরা, ব্যবহার হবে ভোটে, হুমকি দিলীপের

Dilip Ghosh: কাঁচা বাঁশ কেটে রেখেছে কর্মীরা, ব্যবহার হবে ভোটে, হুমকি দিলীপের

Follow Us :

ঘাটাল: পুরভোটে কাঁচা বাঁশ ব্যবহারের হুমকি দিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। বুধবার ঘাটালে পুরভোটের প্রচারে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ বলেন, আমরা জানি আমাদের নিজের জোরে ভোট করতে হবে। তার প্রস্তুতি চলছে। কাঁচাবাঁশ কেটে রেখেছে আমাদের লোকেরা। দরকার হলে সেটা ব্যবহার করব আমরা (West Bengal Civic Polls)। পাল্টা রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, পিঠে তেল মেখে রাখব। যাতে দীলিপবাবু ওই বাঁশের লাঠি দিয়ে আমাদেরকে মারতে পারেন। আমরা গান্ধীবাদে বিশ্বাসী। তাই তারা যদি কেউ মারতে চান,  তার পাল্টা মার আমরা দেব না।

পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পুরসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে ভোট সন্ত্রাস নিয়ে বুধবার এমনই উস্কানিমূলক মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ঘাটাল বিধানসভা ও লোকসভায় বিজেপি এগিয়ে রয়েছে। তৃণমূল জানে যে এখানে বিজেপিই জিতবে। তাই পোস্টার, ব্যানার ছিঁড়ে আটকানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় বাহিনীর অবশ্যই প্রয়োজন রয়েছে। বাহিনী থাকলে অনেক সাধারণ ভোটার সাহস পায় ভোট দিতে। কারণ পুলিসের উপর কারও ভরসা নেই।

দিলীপ এদিন ক্ষীরপাই পুরসভার সামনেই পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের নিয়ে চা চক্রে বসেন। চায়ের আড্ডায় প্রার্থীদের সাথে আলাপ সহ ক্ষীরপাই পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে প্রচারও সারেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

আরও পড়ুন: Belur Math: কোভিডবিধি মেনে আবার খুলে গেল বেলুড় মঠ

দিলীপের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। কাঁচাবাঁশ কেটে রাখা ও তা ব্যবহার করার যে হুমকি তিনি দিয়েছেন সেটাকে প্ররোচনামূলক মন্তব্য করেছেন বলে ব্যাখ্যা দিয়েছে বলে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দিলীপ ঘোষ ভোটে অশান্তি পাকানোর মতলব আঁটছেন। পুরভোটে গেরুয়া শিবির নিশ্চিহ্ন হবে বলে গোলমাল পাকানোর চেষ্টা করছে। আমরা তা হতে দেব না। তৃণমূল চায় শান্তিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক। কিন্তু বিজেপি চাইছে ভয় দেখিয়ে মানুষকে ভোটদানে বিরত রাখতে।

RELATED ARTICLES

Most Popular