skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবররাত পোহালেই ভোট গণনা, তৃণমূলের বিজয় পতাকা উড়বে কি !

রাত পোহালেই ভোট গণনা, তৃণমূলের বিজয় পতাকা উড়বে কি !

Follow Us :

জঙ্গিপুর : কড়া টক্কর সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে। রাত পোহালেই শুরু ভোট গণনা। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভার ভোট গণনা শুরু রবিবার সকাল ৮টা থেকে। রঘুনাথগঞ্জের পলিটেকনিক কলেজে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে ইভিএম। সামশেরগঞ্জ ও জঙ্গিপুর এই দুই কেন্দ্রের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফল জানা যাবে আগামিকাল। প্রসঙ্গত, জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা তৃণমূলের দখলে ছিল। গত ১৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। তার পরদিনই জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীকেও কেড়ে নিয়েছিল মারণ ভাইরাস। যার জেরে ভোট গ্রহণ বন্ধ হয়ে গিয়েছিল ওই দুই আসনে। তারপর ১৯ এপ্রিল জানানো হয়েছিল ওই দুই কেন্দ্রে ভোট হবে ১৩ মে। পরে জানানো হয় ১৬ মে। করোনা পরিস্থিতির জেরে তা পিছিয়ে ৩০ অক্টোবর সম্পন্ন হল।

আরও পড়ুন : আমি ভারতের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার সভাপতি

প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় ২০টি আসনের মধ্যে ১৮টি আসন দখল করে তৃণমূল। মাত্র ২টি আসনই যায় বিজেপির দখলে। সবশেষে এটাই দেখার সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা দুটিতে তৃণমূলের বিজয় পতাকা ওঠে কি না।

 

 

RELATED ARTICLES

Most Popular