skip to content
Sunday, July 7, 2024

skip to content
Homeজেলার খবরWest Bengal Civic Polls: দক্ষিণ ২৪ পরগনায় বহিষ্কৃত পাঁচ নির্দল প্রার্থী

West Bengal Civic Polls: দক্ষিণ ২৪ পরগনায় বহিষ্কৃত পাঁচ নির্দল প্রার্থী

Follow Us :

বারুইপুর: দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হয়ে পুরভোটে দাঁড়িয়েছেন তাঁরা। এমনকী তাঁরা ভোট প্রচারে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ব্যবহার করা হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের নামও। এই অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার পাঁচ নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, দক্ষিণ ২৪ পরগণার রাজপুর-সোনারপুর ও বারুইপুর পুরসভার পাঁচ নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হল। আগামি দিনে তাঁরা যদি তৃণমূল কংগ্রেস কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে প্রচার চালান তাঁদের বিরুদ্ধে দল আইনি ব্যবস্থা নেবে।

একইসঙ্গে এদিন জানানো হয়, যদি এই পাঁচ জন আগামী ২৪ ঘন্টার মধ্যে লিফলেট বিলি করে নিজেদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার চালান, সেক্ষেত্রে দল বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ ও জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী এবং বিধায়ক সওকত মোল্লা।

রাজ্যে বিভিন্ন জেলায় ১০৮টি পুরসভার ভোট হতে চলেছে ২৭ ফেব্রুয়ারি। বহু পুরসভায় তৃণমূলের টিকিট প্রত্যাশী অনেকেই টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েছেন। তাঁদের মধ্যে যেমন অনেক বিদায়ী কাউন্সিলর রয়েছেন, তেমনি আবার কাউন্সিলরের আত্মীয়স্বজনও রয়েছেন। প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলে প্রথম থেকেই বিভ্রান্তি দেখা দেয়। দলের অফিসিয়াল পেজে একটি তালিকা প্রকাশ করা হয়। পরে পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর সই করা আরও একটি তালিকা প্রকাশ করা হয়।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দ্বিতীয়টিই আসল তালিকা। এই তালিকা অমান্য করে যাঁরা ভোটে দাঁড়াবেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পার্থ চট্টোপাধ্যায় আগেই হুমকি দিয়েছিলেন, প্রার্থীপদ তুলে না নিলে নির্দলদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এ ব্যাপারে জেলায় জেলায় নির্দেশিকাও পাঠিয়ে দেওয়া হয়। মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে দেখা গিয়েছে, অল্প কয়েকজন প্রত্যাহার করলেও বেশিরভাগ ক্ষেত্রেই নির্দলরা রয়ে গিয়েছেন।

আরও পড়ুন- Bhuban Badyakar: বালুরঘাটের ভোট প্রচারে কাঁচা বাদামের ভুবন

এরপরই দলের রাজ্য নেতৃত্ব চরম হুঁশিয়ারি দেন। রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে জেলায় জেলায় শুরু হয় তৃণমূলের বহিষ্কার পর্ব। দুদিন আগে পর্যন্ত ১১ জেলায় মোট ৯০ জনকে বহিষ্কার করে তৃণমূল। রবিবার শুধু উত্তর ২৪ পরগনাতেই বহিষ্কার করা হয় ৬১ জনকে। সোমবার এই বহিষ্কারের তালিকায় দক্ষিণ ২৪ পরগনার আরও পাঁচ বিক্ষুব্ধের নাম যোগ হল।

 

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular