সম্প্রতি দুবাইয়ের বুর্জ খালিফাতে দেখানো হয়েছে রণবীর কাপুরের পরবর্তী ছবি ‘অ্যানিম্যাল’-এর টিজার। তারপরেই প্রকাশ্যে একটি খবর। জানা যাচ্ছে এই ছবিটি নাকি হতে চলেছে ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘ ফিচার ছবি। যার দৈর্ঘ্য ৩ ঘণ্টা ২১ মিনিট। সাম্প্রতিককালে ‘জজ্ঞা জাসুস’ ছবিটির সময়সীমা ছিল ৩ ঘণ্টা। তারপর এটিই হবে সবচেয়ে বড় দৈঘ্যের ছবি। দক্ষিণ ভারতীয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাগ্গার পরিচালনায় এই ছবিতে রণবীর কাপুরকে দেখা যাবে ভয়ানক রূপে।
ছবিতে যেহেতু রক্তারক্তির দৃশ্য প্রচুর রয়েছে, তাই সেন্সর বোর্ড থেকে কিছুটা কড়াকড়িও করা হয়েছে। এটিকে দেওয়া হয়েছে U/A সার্টিফিকেট। বাচ্চাদের জন্যই ছবি নয়, বয়স 18 পেরোলে তবেই এই ছবি দেখতে পারবেন দর্শক।
দেখুন আরও খবর: