কলকাতা: বিচ্ছেদের গুঞ্জন উড়ে গেল! দোলের দিন ভালোবাসার রঙে ভেসে গেলেন টেলি অভিনেতা নীল-তৃণা (Neel-Trina)। শোনা যাচ্ছিল অভিনেতা নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার (Neel Bhattacharjee And Trina Saha) সম্পর্কে নাকি ভাঙ্গন ধরছে! নেটপাড়ায় এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। বসন্ত উৎসব উপলক্ষে তাঁরাই একে অপরকে রাঙিয়ে দিলেন আবিরে (Holi)। ভালোবাসার রঙে মেতে উঠলেন জনপ্রিয় দুই অভিনেতা।
প্রসঙ্গত, কিছুদিন আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে তাদের দেখতে না পেয়ে বিচ্ছেদের গুঞ্জন আরো জোরদার হয়েছিল। নেটিজেনরা প্রশ্ন করেছিলেন তাহলে কি টেলিপাড়ার এই জনপ্রিয় জুটি ভাঙতে চলেছে! দোলের দিনই প্রকাশ্যে এলো তাঁদের সম্পর্কের নতুন মোড়।
আরও পড়ুন: Dance Bangla Dance Ankush: বাদ পড়লেন অঙ্কুশ?
এদিন রঙের উৎসবে একে অপরকে রাঙিয়ে দিলেন নীল ও তৃণা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা। সেখানে দেখা গেছে, একে অপরের গালে লাল রঙের আবির লাগিয়ে দিচ্ছেন দুজনে। সাদা পোশাকে ছিমছাম বেশে তাঁদের দুজনকে একসাথে দেখা গেছে। প্রসঙ্গত, দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এই জুটিকে একসাথে দেখা যায়নি। দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন ঘুরতে চলে গিয়েছিলেন নীল আর শ্যুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন তৃণা। আর সেই থেকেই তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন রটে। তবে রঙের উৎসবের দিন আবার কাছাকাছি এসে তাঁরা প্রমাণ করে দিয়েছেন তাঁরা আগের মতোই নিজেদের সম্পর্কে রঙিন আছেন।