চলতি বছরে মুক্তি পাচ্ছে না সত্যপ্রেম কি কথা।ভুলভুলাইয়া ২ এর পর আরও একবার বড়পর্দায় জুটি বেঁধেছেন রুহবাবা ও মিত,ওরফে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবানি।সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজিত ও সমীর বিদ্বানস পরিচালিত ছবিতে যে দেখা যাবে দুজনকে এমনটা জানা গিয়েছিল গতবছর এইসময়।ছবির নাম রাখা হয়েছিল সত্যনারায়ণ কি কথা।অবশ্য,পরবর্তীকালে বিতর্ক এড়াতে বদলেছে ছবির নাম।নতুন নামকরণ করা হয় সত্যপ্রেম কি কথা। ভুলভুলাইয়া ২ জুটিকে দর্শকরা যে ফের পর্দায় দেখতে উৎসুক সেকথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না।বেশ কিছুদিন হল সত্যপ্রেম কি কথা-র শ্যুটিং শুরু করে দিয়েছেন কার্তিক ও কিয়ারা।কিন্তু কবে মুক্তি পাবে ছবি? প্রযোজনা সংস্থা সূত্রে মিলল সেই নিয়েই লেটেস্ট আপডেট।শোনা যাচ্ছে,আগামী বছর ২৯ জুন মুক্তি পাবে সত্যপ্রেম কি কথা।জমজমাট এই রোম্যান্টিক-মিউজিক্যাল ফিল্ম যে ২০২৩এ সিনেবিনোদনের অন্যতম আকর্ষণ হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
Html code here! Replace this with any non empty text and that's it.