কলকাতা: ফের বিমানে বোমাতঙ্ক। ফলে নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে জরুরি অবতরণ করতে হল রায়পুরে (Raipur)। জানা গেছে, ইন্ডিগো উড়ানটি (IndiGo Flight) বৃহস্পতিবার নাগপুর থেকে যাত্রা শুরু করেছিল কলকাতার (Kolkata) উদ্দেশে। বিমানে বোমা রাখা আছে বলে জানান বিমানের এক যাত্রী। আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি নামানো হয়। ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে। বিমানে ১৮৭ ও ৬জন ক্রু সদস্য ছিলেন। সকলেই যাত্রীরা সুরক্ষিত আছে বলে জানা গেছে।
রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং জানিয়েছেন, হুমকি পাওয়ার পর বিমানটি স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি যখন মাঝ আকাশে তখন যাত্রীদের মধ্যে একজন ক্রু সদস্যকে বিমানে বোমা রাখা আছে।
আরও পড়ুন:মালেগাঁও কাণ্ডে প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি
এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সমস্ত বিষয়টি জানানো হয়। বিমানটি রায়পুরে নামানো হয়। অবতরণের পরে সমস্ত যাত্রী খালি করে বিমাটিতে তল্লাশি চালানো হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। সমস্ত যাত্রীদের নামিয়ে বিমান এবং যাত্রীদের লাগেজ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। কোনও বোমা উদ্ধার হয়নি। পুলিশের অনুমান, বোমা হুমকির খবর দিয়ে কেউ বা কারা আতঙ্ক ছড়াতে চাইছে। তবে যে যাত্রী বোম থাকার কথা বলেছিলেন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুপুর ১২ টা নাগাদ বিমানটি কলকাতায় অবতরণ করে।
উল্লেখ্য, বার বার বিমানে ভুয়ো বোমাতঙ্কের খবর কোনও নতুন ঘটনা নয়। ঘটনায় এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
২৪ অক্টোবর, কলকাতা থেকে বিলাসপুর (ছত্তিশগড়) যাওয়ার অ্যালায়েন্স এয়ার বিমানে বোমাতঙ্কের খবর ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে বিলাসপুর বিমানবন্দরে বিমানটি পরীক্ষা করা হয়েছিল কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
দেখুন অন্য খবর: