skip to content
Thursday, May 1, 2025
HomeScrollভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, বিকেলের পর মিলতে পারে সাময়িক স্বস্তি?
Weather Update

ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, বিকেলের পর মিলতে পারে সাময়িক স্বস্তি?

জানুন আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস

Follow Us :

কলকাতা: আজ শুক্রবার সকালে শহর কলকাতা (Kolkata) জেগে উঠেছে প্রখর রোদের তেজ নিয়ে। সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ পারদ থেমেছে ২৭ ডিগ্রি সেলসিয়াসে, তবে দুপুর গড়াতেই তাপমাত্রা ছুঁতে পারে ৩৪ ডিগ্রি। এর সঙ্গে বাতাসে আর্দ্রতা ৮৭ শতাংশ — ফলে রীতিমতো ঘেমেনেয়ে একসা অবস্থা পথচারী থেকে অফিসযাত্রী, সকলেরই।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৫১ শতাংশ পর্যন্ত। অর্থাৎ দিনের শেষে ভ্যাপসা গরমের দাপট কিছুটা হলেও কমতে পারে বলে আশায় বুক বাঁধছেন শহরবাসী।

আরও পড়ুন: ওয়াকফ সম্পত্তি জবর দখল, ফিরহাদ হাকিম সহ আরও ৩ জনের নামে রিপোর্ট গেল দিল্লিতে

এদিন দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা বাতাস বইবে, যার গতি থাকবে ঘণ্টায় ৫ থেকে ৯ মাইল। তবে গরমের প্রকোপে রেহাই নেই UV সূচকেও। দুপুর নাগাদ সূর্যের অতিবেগুনি রশ্মির মাত্রা পৌঁছাতে পারে ১১ পর্যন্ত, যা অত্যন্ত বিপজ্জনক স্তরের সতর্কতা বহন করে। ফলে রোদে বেরোলে ত্বকের সুরক্ষায় প্রয়োজন সানস্ক্রিন এবং উপযুক্ত পরিধান।

আবহাওয়াবিদদের মতে, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গ জুড়েই শুরু হয় প্রাক-বর্ষার মেঘের আনাগোনা। তারই অঙ্গ হিসেবে আজকের সম্ভাব্য বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। তবে এ বৃষ্টির সঙ্গে শীতল হাওয়া নাও থাকতে পারে, তাই ভ্যাপসা গরম পুরোপুরি বিদায় নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

তবু গরমে জর্জরিত শহরবাসীর কাছে বিকেলের এক পশলা বৃষ্টি যেন মরুভূমিতে বৃষ্টিধারা। তাই দিনভর ক্লান্তিকর পরিস্থিতির পর আকাশের দিকে তাকিয়ে এখন শুধু একটাই অপেক্ষা — বৃষ্টি নামবে কবে!

দেখুন আরও খবর: 

RELATED ARTICLES

Most Popular