skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeকলকাতাMamata Banerjee: কথা হয়েছে আঞ্চলিক দলগুলিকে নিয়ে, ২৪-এর রূপরেখা জানালেন মমতা

Mamata Banerjee: কথা হয়েছে আঞ্চলিক দলগুলিকে নিয়ে, ২৪-এর রূপরেখা জানালেন মমতা

Follow Us :

কলকাতা: আর দু’বছর৷ বাংলায় সর্বত্র রঙ সবুজ৷ এবার লক্ষ্য দিল্লি৷ ইতিমধ্যেই সেই তোড়জোর শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার চার নিগমের ভোটে বিপুল জয়ের পর ২৪-এর রূপরেখাও এঁকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কীভাবে ২৪-এর নরেন্দ্র মোদি বিরোধী অভিযান চলবে সেই পথও বাতলে দিলেন তিনি৷ স্পষ্ট জানিয়ে দিলেন, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলির সঙ্গে কথাবার্তা চলছে৷

রবিবারই রাজ্যপাল ইস্যুতে তামিলনাড়ুর সঙ্গে ফোনে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই বেশ কয়েকটি আঞ্চলিক দলকে নিয়ে আলোচনায় বসতে চলেছেন তৃণমূল নেত্রী৷ কোথায় কোন শহরে হবে সেই বৈঠক তা এখনও ঠিক হয়নি৷ তবে প্রাথমিকভাবে তৃণমূল সূত্রে খবর, সর্বসম্মতিক্রমে একটি জায়গা নির্ধারণের পরই এই বৈঠক হবে৷

বেশ কিছুদিন ধরেই বিজেপি বিরোধী সুর চড়িয়ে আসছেন মমতা৷ প্রথমে কংগ্রেসের সঙ্গে যৌথ মঞ্চের কথা বলা হলেও রাহুল-সোনিয়ার নীতি যে সঠিক নয় তা দিনের আলোর মতোন স্পষ্ট হয়ে গিয়েছে৷ ক্রমেই মমতার সঙ্গে দুরত্ব বেড়েছে কংগ্রেসের৷ এই পরিস্থিতিতে শিবসেনা, সমাজবাদী পার্টি, ডিএমকে, তেলেঙ্গনা রাষ্ট্রীয় সমিতির মতো একাধিক আঞ্চলিক দল নিয়ে এক বৃহত্তম মঞ্চ গঠনের প্রক্রিয়া শুরু করেন মমতা৷ তৃণমূল নেত্রীর মতোন সাতবারের সাংসদ, চারবারের কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে রেখে বিজেপি বিরোধী জোট শক্তিশালী করার পক্ষপাতি আঞ্চলিক দলগুলি৷ এদিন তৃণমূল নেত্রী জানিয়েছেন, বিভিন্ন আঞ্চলিক দলগুলির সঙ্গে ধারাবাহিকভাবে কথা হয়েছে৷ বিজেপি বিরোধী জোট গঠনে সবাই পক্ষপাতী৷ সকলকে এক ছাতার তলায় আনাই এখন একমাত্র লক্ষ্য৷ যাতে ২৪-এর আগেই সব কাজ সম্পূর্ণ করা যায়৷ প্রক্রিয়াটা শুরু হয়েছে এখন থেকেই৷

আরও পড়ুন: UP Elections 2022: যোগী না, আসলে উনি ভোগী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মমতার

সোমবার বাংলার চার পুরনিগমে বিপুল জয়ের পর স্বাভাবিক ভাবে হাত আরও মজবুত হয়েছে তৃণমূলের৷ দুই পুরনিগমে শূন্যে নেমে গিয়েছে বিজেপি৷ বাংলার মানুষ যে গেরুয়া বসনে একেবারেই আগ্রহী নয় তা ফের একবার প্রমাণিত৷ এদিকে চলছে উত্তরপ্রদেশের নির্বাচন৷ অখিলেশের নেতৃত্বে গো বলয়ের এই বৃহত্তম রাজ্যটিতে বিজেপি বিরোধী সুর সপ্তমে তুলেছেন মমতাই৷ যোগী রাজ্যের একাধিক অপশাসন, কুশাসন, অত্যাচার সামনে এসেছে৷ সেই সব দুর্নীতিকে হাতিয়ার করেই অখিলেশ যোগী বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছেন৷ সন্দেহ নেই, বাংলার পর যদি উত্তরপ্রদেশে বিজেপির রথ আটকে দেওয়া যায়, ২৪-এর ভোটের আগে তা নিঃসন্দেহে নরেন্দ্র মোদি-অমিত শাহদের বড় ধাক্কা হবে৷ আর এই প্রেক্ষিতেই আঞ্চলিক দলের সঙ্গে জোটের কথা ফের একবার স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী৷

RELATED ARTICLES

Most Popular