বোলপুর: অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়িতে হাত দিলে আমি যা দেব না, আমায় চেনে না-বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মালদা সফর শেষে কলকাতা ফেরার পথে শুক্রবার বোলপুর স্টেশনে দলীয় নেতা ও প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বঙ্গজননী ও পড়ুয়াদের নিয়ে অমর্ত্য সেনের হয়ে জোরদার প্রতিবাদের নির্দেশ দিয়ে যান নেত্রী৷
নোবেলজয়ী (Nobel Winner) অর্থনীতিবিদ অমর্ত্যকে উচ্ছেদের হুঁশিয়ারির বিরুদ্ধে প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রয়াত পিতা আশুতোষ সেনের (Asutosh Sen) উইল অনুযায়ী উত্তরাধিকার সূত্রে অমর্ত্য সেনের নামে সম্পূর্ণ জমি রেকর্ড করে দেয় বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতর। তারপরেই ৬ মের মধ্যে সময়সীমা বেঁধে দিয়ে জমি খালি করার নির্দেশ দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। যা নিয়ে সিউড়ি জেলা আদালত ও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অমর্ত্য সেন৷ হাইকোর্ট বিশ্বভারতীর নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে ইতিমধ্যে।
আরও পড়ুন: Supreme Court | ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের মামলার শুনানি বন্ধ করল সুপ্রিম কোর্ট
অন্যদিকে, বিশ্ববরেণ্য অমর্ত্য সেনের হয়ে বিদ্বজ্জনেদের পথে নামার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। ৪ মে মালদা সফরব যান মুখ্যমন্ত্রী। তখন বোলপুর স্টেশনে ৫ মিনিট ট্রেন দাঁড়াতেই দলীয় নেতা-মন্ত্রীদের সঙ্গে কথা বলে অমর্ত্য সেনের হয়ে প্রতিবাদে নামার নির্দেশ দিয়ে গিয়েছিলেন৷ এদিন মালদায় প্রশাসনিক বৈঠক শেষে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ফেরার পথে ফের বোলপুর স্টেশনে দলীয় নেতা ও প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলেন তিনি৷
তখন মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, অমর্ত্য সেনের বাড়িতে হাত পড়লে আমি যা দেব না। আমায় চেনে না৷ দলীয় নেতাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, মহিলাদের সামনে রাখুন৷ বঙ্গজননী ও পড়ুয়াদের নিয়ে ৬ তারিখ প্রতিবাদে সামিল হন৷ অর্থাৎ, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে বিশ্বভারতী কোনও পদক্ষেপ নিলে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে থাকবেন না। বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে দাঁড়িয়ে কার্যত এমনই হুঁশিয়ারি দিয়ে গেলেন তিনি৷গত ১৯ এপ্রিল, বিশ্বভারতীর তরফ থেকে একটি নোটিস জারি করা হয়। নোটিসে বলা হয়েছে, অমর্ত্য সেন বিশ্বভারতীর মোট ১ দশমিক ৩৮ একর জমি ভোগ করছেন। এর মধ্যে আইনগতভাবে তাঁর জমির পরিমাণ ১ দশমিক ২৫ একর। বাকি জমি তাঁকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে।