Saturday, July 5, 2025
HomeদেশVir Das: ‘কৌতুকে বাধা’! বেঙ্গালুরুতে জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ানের শো বাতিল

Vir Das: ‘কৌতুকে বাধা’! বেঙ্গালুরুতে জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ানের শো বাতিল

Follow Us :

জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ানের (Popular Stand-up Comedian) শো বাতিল বেঙ্গালুরুতে (Bengaluru)। বৃহস্পতিবার শহরে তাঁর শো শুরু হওয়ার কথা থাকলেও, দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী এক গোষ্ঠীর আপত্তির জেরে বাতিল করতে হয়েছে শো-এর ওপেনিং (Show Opening)। কয়েকদিন আগেই ওই হিন্দুত্ববাদী গোষ্ঠী অভিযোগ করেছিল, মিস্টার দাসের শো হিন্দুত্ব ভাবাবেগে আঘাত করে এবং ভারতকে খারাপভাবে তুলে ধরে বিশ্বের সামনে। শো বাতিল করার খবর কৌতুক শিল্পী বীর দাস নিজেই মেটা পরিচালিত ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে (Instagram) জানিয়েছেন। 

ইনস্টা বার্তায় স্ট্যান্ড-আপ কমেডিয়ান লিখেছেন, “বন্ধুরা, অনিবার্য পরিস্থিতির কারণে আমরা বেঙ্গালুরুর শো পিছিয়ে দিচ্ছি। নতুন বিবরণ ও তারিখ শীঘ্রই জানানো হবে। অসুবিধার জন্য দুঃখিত।” আর ছবিটির ক্যাপশনে (Caption) তিনি লিখেছেন, বেঙ্গালুরু খুব শীঘ্রই দেখা হবে। বিএমএস টাকা ফেরত দিয়ে দেবে এবং নতুন তারিখে টিকিট ট্রান্সফার করে নেওয়ারও বিকল্প পাবেন। 

 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Vir Das (@virdas)

 

স্ট্যান্ড-আপ কমেডিয়ান বীর দাসের শো বাতিল হওয়ার জেরে উদ্যোক্তারা চিন্তিত। কারণ ২০০০-৩৫০০ টাকার সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল। শো একেবারে হাউসফুল থাকার কথা ছিল। কিন্তু হিন্দু জনজাগ্রুতি সমিতির চাপে পড়ে, তাদেরকে শো বাতিল করতে হল। তার উপর টিকিটের টাকাও ফেরত দিতে হবে এখন তাদের। 

আরও পড়ুন: Best Beverage for Workout: গ্রিন টি নাকি প্রোটিন শেক, ওয়ার্কআউটে সেরা পানীয় কোনটি?

গত বছর কৌতুক শিল্পী বীর দাস মার্কিন যুক্তরাষ্ট্রে “টু ইন্ডিয়ান্স (Two Indias)” নামক একটি একক নাটক (Monologue) করেছিলেন, সেটি যেমন ভাইরাল হয়েছিল, তেমনই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এদিন মল্লেশরমের (Malleshwaram) চৌদিয়া মেমোরিয়াল হল (Chowdiah Memorial Hall)-এ তাঁর শো করার কথা থাকলেও হিন্দু জনজাগ্রুতি সমিতি (Hindu Janajagruti Samiti) বেঙ্গালুরুর ব্যালিকাবাল পুলিশ থানায় (Vyalikaval Police Station) অভিযোগ দায়ের করার কারণে উদ্যোক্তারা শো’টি বাতিল করে দিতে বাধ্য হন। 

হিন্দু জনজাগ্রুতি সমিতির রাজ্য মুখপাত্র শ্রী মোহন গৌড়া (Sri Mohan Gowda) বলেছেন, “এর আগে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে জন এফ কেনেডি সেন্টারে উনি নারীদের বিরুদ্ধে, আমাদের প্রধানমন্ত্রী ও ভারতকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন এবং রাষ্ট্রের বদনাম করেছেন।” বীর দাসের যে মন্তব্যটি সমালোচনার মুখে পড়েছিল, সেটি হল, “ভারতে দিনের বেলা নারীদের পুজো করা হয় এবং রাত্রিবেলা তাঁদের ধর্ষণ করা হয়।”

থানায় দায়ের করা অভিযোগে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী ওই গোষ্ঠী বলেছে, বেঙ্গালুরুর মতো স্পর্শকাতর অঞ্চলে এই ধরনের বিতর্কিত ব্যক্তিত্বকে শো করার অনুমতি দেওয়া ঠিক নয়। কারণ, কর্নাটকে ইতিমধ্যে আইনশৃঙ্খলা নিয়ে সমস্যা চলছে। এই অবস্থায় এমন ধরনের কাউকে শো করার অনুমতি দিতে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। তাই অবিলম্বে শো যেন বাতিল করা হয়। 

টু ইন্ডিয়ান্স একক নাটকে বীর দাস তৎকালীন সাম্প্রতিক পরিস্থিতির বিচারে ভারতের দুই রূপকে তুলে ধরতে চেয়েছিলেন। সেখানে তিনি দিল্লি গণধর্ষণ কাণ্ড থেকে শুরু করে কৃষক আন্দোলন ও দূষণের মতো নানান বিতর্কিত ইস্যু নিয়ে মন্তব্য করেছিলেন। নিজের স্বপক্ষে সে সময় বীর দাস বলেছিলেন, হাস্যকৌতুক রস বের করে আনা তাঁর কাজ এবং যতদিন তিনি কৌতুক শিল্পী থাকবেন, ততদিন তিনি তা চালিয়ে যাবেন।

উল্লেখ্য, ভারতীয়-মার্কিন কৌতুক শিল্পী বীর দাস স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে ২০০৫ সালে তাঁর কেরিয়ার শুরু করেছেন। পরবর্তীকালে তিনি একাধিক বলিউডের ছবিতে কাজ করেছেন। তবে স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবেই তাঁর জনপ্রিয়তা এবং পরিচিতি। ৩৫টি নাটক এবং ১০০টিরও বেশি স্ট্যান্ড-আপ কমেডি শো করেছেন বীর। ২০১৯ সালে আমেরিকান টেলি সিরিজেও ডেবিউ করেছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Benjamin Netanyahu | ইরানের মা/রে তছনছ ইজরায়েল, ভ/য়ে দেশ ছাড়ছে ইহুদিরা, দিশাহারা নেতানিয়াহু
00:00
Video thumbnail
Himachal Pradesh | হিমাচলে ভয়াবহ বন্যা, দেখুন ভয় ধরানো ভিডিও
00:00
Video thumbnail
Mamata-Sukanta |হাওয়াই চটি কাণ্ডে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি,কতটা বিপদে সুকান্ত?
00:00
Video thumbnail
Weather Update | ঘূর্ণাবর্তের তাণ্ডব, শুক্র থেকে রবি প্রবল বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?
00:00
Video thumbnail
Uttar Pradesh | যোগী রাজ্যে রক্ষকই ভক্ষক, স্কুল ছাত্রীকে ধ/র্ষ/ণ পুলিশের, তারপর কী হল?
11:55:00
Video thumbnail
Benjamin Netanyahu | ইরানের মা/রে তছনছ ইজরায়েল, ভ/য়ে দেশ ছাড়ছে ইহুদিরা, দিশাহারা নেতানিয়াহু
11:54:59
Video thumbnail
Samik Bhattacharya |সভাপতি হওয়ার পর প্রথম বৈঠক শমীকের, কী কী সিদ্ধান্ত নিলেন? দেখুন স্পেশাল রিপোর্ট
02:56:32
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | ইউনিয়ন রুমে তালা
11:34:55
Video thumbnail
Himachal Pradesh | হিমাচলে ভয়াবহ বন্যা, দেখুন ভয় ধরানো ভিডিও
11:55:01
Video thumbnail
Benjamin Netanyahu | ইরানের মা/রে তছনছ ইজরায়েল, ভ/য়ে দেশ ছাড়ছে ইহুদিরা, দিশাহারা নেতানিয়াহু
02:12:33

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39