skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeআন্তর্জাতিকদিল্লিতে হাসিনা-মোদির দ্বিপাক্ষিক বৈঠক

দিল্লিতে হাসিনা-মোদির দ্বিপাক্ষিক বৈঠক

Follow Us :

নয়াদিল্লি:  জি২০ সম্মেলনে (G20 Summit) যোগ দিতে ইতিমধ্যেই নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina Prime Minister of Bangladesh)। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন শেখ হাসিনা। বৈঠক শেষে দুজনকে হাসিমুখে দেখা গিয়েছে। এমনকি বৈঠকের যে ছবি প্রকাশ্যে তাতেও দুজনকে বেশ খোশমেজাজেই  দেখা গিয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিজেই হাসিনাকে স্বাগত জানান। ওই বৈঠকে হাজির ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ দু’দেশের একাধিক শীর্ষ আধিকারিক।

সেই বৈঠকের শেষে ভারতের প্রধানমন্ত্রী দফতরের তরফে বলা হয়েছে, দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে একগুচ্ছ বিষয়ে আলোচনা হয় মোদি ও হাসিনাার।  যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতির মতো একাধিক ক্ষেত্রে দু’দেশের বন্ধন আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছেন দু দেশের প্রধানমন্ত্রী। সেইসঙ্গে দু’দেশের মানুষের সম্পর্কের বন্ধনও মজবুত করার বিষয়ে একমত হয়েছেন তাঁরা। তবে, তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে আদৌ কোনও কথা দুই প্রধানের মধ্যে হয়েছে কি না তা জানা যায়নি।

আরও পড়ুন: জি ২০ বৈঠকে যোগ দিতে জো বাইডেন, ঋষি সুনক পৌঁছলেন দিল্লিতে 

জাকার্তায় আসিয়ান সম্মেলন সেরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় যান রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার। এই বৈঠক শেষে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেন শেখ হাসিনা। রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

অন্যদিকে, জি ২০ বৈঠকে যোগ দিতে আমেরিকার প্রেসিডেন্ট (US President) জো বাইডেন (Joe Biden) পা রাখলেন দিল্লিতে (Delhi)। ২০২১ সালে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম তাঁর ভারত সফর। তিনি দিল্লি এয়ারপোর্টে নামেন।  জি ২০ (G20) বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জো বাইডেন আলাদা করে বৈঠক করবেন। এদিন মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

RELATED ARTICLES

Most Popular