skip to content
Wednesday, July 3, 2024

skip to content
Homeকলকাতাগঙ্গার ভাঙন রোধে সব দলকে একজোটে কেন্দ্রের কাছে দরবারের আহ্বান সেচমন্ত্রীর

গঙ্গার ভাঙন রোধে সব দলকে একজোটে কেন্দ্রের কাছে দরবারের আহ্বান সেচমন্ত্রীর

Follow Us :

কেন্দ্রের (Center) সাহায্য না মেলায় রাজ্যের তিন জেলায় গঙ্গার ভাঙন (Erosion of Ganges) ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে বলে বিধানসভায় অভিযোগ করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick)। মঙ্গলবার তৃণমূল বিধায়ক সমীর জানার এক অতিরিক্ত প্রশ্নের জবাবে সেচমন্ত্রী জানান, গঙ্গার ভাঙনের ফলে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ, প্রতাপগড়, ফরাক্কা ব্যারেজ সংলগ্ন বহু এলাকা বিপর্যয়ের সম্মুখীন। এ ছাড়া মালদহ এবং নদিয়ায়ও গঙ্গা তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ বড় ক্ষতির আশঙ্কায় দিন গুণছেন।

মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর দুটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)। কিন্তু এখনও কেন্দ্রের কাছ থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি। সামশেরগঞ্জের ভাঙন নিয়ে স্থানীয় সাংসদ কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রীর কাছে দরবার করেছেন। কেন্দ্রীয় সরকার কত খরচ হতে পারে, তার হিসেব চেয়েছে। রাজ্য সরকার সেই হিসেব প্রস্তুত করে পাঠাচ্ছে বলে মন্ত্রী বিধানসভায় জানান। 

আরও পড়ুন: CPM Gherao: ভোটের দাবিতে দুর্গাপুরে বরো অফিস ঘেরাও করল সিপিএম

সেচমন্ত্রীর দাবি, রাজ্য সরকার ইতিমধ্যেই সামশেরগঞ্জে ভাঙন প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ করেছে। প্রায় আড়াই কিমি এলাকায় বাঁধ দেওয়ার কাজ চলছে। ভাঙন রোধে মোট ১৩ টি প্রকল্পের কাজ চলছে। আরও চারটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, গঙ্গা-পদ্মার ভাঙন সমস্যার মোকাবিলায় দলমতনির্বিশেষে সকলের একজোট হয়ে কেন্দ্রের কাছে দরবার করা উচিত। 

অন্যদিকে আমতার তৃণমূল সদস্য সুকান্ত পালের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, রূপনারায়ণ এবং মুণ্ডেশ্বরী নদীর ভাঙন রোধে একটি সার্বিক পরিকল্পনা তৈরির জন্য সমীক্ষার কাজ চলছে। বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় এলাকায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প গড়ে তোলা হবে। 

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গার ভাঙনে ইতিমধ্যেই বহু মানুষ ঘরবাড়ি, জমি হারিয়েছেন, বেশ কিছু স্কুল গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজ্য সেচ দফতর বালির বস্তা ফেলে দায় সেরেছে। মাস খানেক আগে ভাঙন পরিস্থিতি দেখতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন সেচ প্রতিমন্ত্রী ফিরদৌস বেগম। সেখানে সিপিএম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ চলে। পুলিশ মন্ত্রীকে তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যায়। কিছুদিন আগে লোকসভার বিরোধী দলনেতা এবং বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীও (Adhir Chowdhury) সামশেরগঞ্জে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kalyan Banerjee | চু কিত কিত চু কিত কিত, অবাক কাণ্ড সংসদে
01:57:00
Video thumbnail
Rahul Gandhi | রাহুলের কোন মন্তব্য রেকর্ড থেকে বাদ দিলেন স্পিকার?
02:03:30
Video thumbnail
Kalyan Banerjee | চু কিত কিত খেলা হল সংসদে! এ কী কাণ্ডকরলেন কল্যাণ?
02:39:51
Video thumbnail
Rahul Gandhi | রাহুলের ‘হিন্দু’ মন্তব্য রেকর্ড থেকেবাদ যাবে?
03:55:40
Video thumbnail
Rahul Gandhi | লোকসভায় রাহুলের কণ্ঠ রোধ ! বিরোধী দলনেতা কী এমন বললেন?
01:24:01
Video thumbnail
Akhilesh Yadav | দেশে এখন হেরে যাওয়া সরকার, এ কী বললেন অখিলেশ?
01:45:36
Video thumbnail
CV Ananda Bose | মমতাকে হুঁশিয়ারি রাজ্যপাল বোসের, কী বললেন শুনুন
01:17:35
Video thumbnail
Rahul Gandhi | অগ্নিপথ লোকসভায়, অগ্নিবীর বিতর্ক, তুমুল বিতণ্ডা রাহুল-রাজনাথের, এরপর কী হলো?
03:30:01
Video thumbnail
Rahul Gandhi | লোকসভার কার্যবিবরণীতে বাতিল রাহুলের কথা! আসল বিষয় কী?
01:30:11
Video thumbnail
Narendra Modi | সংসদের নিয়ম মানছেন না এনডিএ-র সাংসদরাই? কড়া বার্তা মোদির
01:46:40