skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeদেশUP Polls: যোগীরাজ্যে শুরু শেষ দফার ভোটগ্রহণ, মমতার অপমানের জবাব দেবে বারাণসী?

UP Polls: যোগীরাজ্যে শুরু শেষ দফার ভোটগ্রহণ, মমতার অপমানের জবাব দেবে বারাণসী?

Follow Us :

লখনউ: শেষ দফার ভোটের আগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh Assembly Election 2022) বারাণসীতে গিয়ে হেনস্তার শিকার হতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Varanasi Mamata Banerjee)৷ বিজেপি সমর্থকেরা তাঁকে ঘিরে দেখায় কালো পতাকা৷ স্লোগান দিয়েছিলেন ফিরে যাওয়ার৷ জবাবে প্রচারের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বলেছিলেন, উত্তরপ্রদেশের মা-বোনেরা আমার অপমানের বদলা নেবে৷ যোগী-মোদিদের ছুড়ে ফেলবে৷ টানটান উত্তেজনার মধ্যে শেষ হয় ভোটপ্রচার৷ আজ সোমবার সেই বারাণসীতে শুরু হয়েছে ভোটগ্রহণ৷ সকালে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেষ দফায় ভোটারদের উৎসাহের সঙ্গে লোকতন্ত্রের এই মহাযজ্ঞে শামিল হয়ে রেকর্ড সংখ্যায় ভোটদানের আর্জি জানিয়েছেন৷

সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ শুরু হল উত্তরপ্রদেশে৷ সোমবার সকাল সাতটা থেকে রাজ্যের নয়টি জেলার ৫৪টি আসনে শুরু হয় ভোট গ্রহণ৷ উল্লেখযোগ্য কেন্দ্রগুলির মধ্যে রয়েছে আজমগড়, মৌ, জৈনপুর, গাজিপুর, মির্জাপুর, সোনভদ্র৷ তবে রাজনৈতিক দলগুলির মধ্যে বারাণসী নিয়ে বাড়তি উত্তেজনা ছিল৷ কারণটা অবশ্যই নরেন্দ্র মোদি৷ বারাণসী প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র৷ সেখানে ভালো ফলের আশায় সব বিরোধীরাই প্রচারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল৷

আজ ২.০৬ কোটি ভোটারের হাতে ভাগ্যপরীক্ষা হবে ৬১৩ জন প্রার্থীর৷ হেভিওয়েটদের মধ্যে রয়েছেন রাজ্যের তিনমন্ত্রী৷ তিনজনই প্রার্থী হয়েছেন বারাণসীর বিভিন্ন কেন্দ্রে৷ পর্যটন মন্ত্রী নীলকান্ত তিওয়ারি লড়ছেন বারাণসী দক্ষিণ থেকে৷ শিবপুর থেকে ভোটে দাঁড়িয়েছেন অনিল রাজভর এবং বারাণসী উত্তরের প্রার্থী হয়েছেন রবীন্দ্র জয়সওয়াল৷ ২০১৭ সালে ৫৪টির মধ্যে বিজেপি, আপনা দল এবং এসবিএসপি মিলে জিতেছিল ২৯টি আসন৷ সমাজবাদী পার্টি জয়ী হয়েছিল ১১টি আসনে৷ বিএসপি-র ঝুলিতে গিয়েছিল ৬টি আসন৷

আরও পড়ুন: Russia-Ukraine war news: ইউক্রেন আত্মসমর্পণ করলেই রাশিয়া যুদ্ধ বন্ধ করবে: পুতিন

শেষ দফার ভোটে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে ৫৪টি কেন্দ্রে৷ ৬০ হাজার পুলিস এবং ৮৪৫ কোম্পানি আধা সেনা রয়েছে ভোটের নিরাপত্তার দায়িত্বে৷ ৭০১টি এলাকাকে স্পর্শকাতর বলে আগেই চিহ্নিত করা হয়েছিল৷ এছাড়া ৩৩৫৯টি বুথকে সংকটপূর্ণ বলে জানিয়েছিল পুলিস৷ ওই সব এলাকায় বাড়তি নিরাপত্তার আয়োজন করা হয়েছে৷ এছাড়া প্রতিটি বুথেই থাকছে সশস্ত্র পুলিস ও আধা সেনা৷ ইভিএম নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৬ কোম্পানি সেনা৷

RELATED ARTICLES

Most Popular