Placeholder canvas

Placeholder canvas
Homeপুজোবানভাসি নিউইয়র্ক, বাধা পড়ছে না শারদোৎসবে

বানভাসি নিউইয়র্ক, বাধা পড়ছে না শারদোৎসবে

নিউইয়র্কেও দুর্গাপুজো দেশের থেকে একটু আলাদা

Follow Us :

কলকাতা: দুনিয়ার সব প্রান্তেই এখন বাঙালির (Bengali) বসবাস। কর্মসূত্রে হোক বা স্থায়ী বসবাস, অন্য সময় ঠিক আছে। কিন্তু পুজো এলেই মনটা যেন কেমন বাড়ি বাড়ি (Home) করে। তাই না? মনে হয় কখন বাড়ি যাব। অনেকের ক্ষেত্রে সেই সুযোগটা হলেও, আবার কিছু জনের ক্ষেত্রে হয়ে ওঠে না বাড়ি যাওয়া। পরিবারের সঙ্গে পুজোর কয়েকটা দিন আনন্দে কাটানোর।তাহলে কী তাঁরা মন খারাপ করে সুদূরেই বসে থাকেন? না।

দুর্গা পুজো এখন বিশ্বজনীন। সারা বছর মানুষ অপেক্ষা করেন পুজোর কয়েকটা দিনের জন্য। পুজোর ১০০ দিন আগে থেকেই শুরু হয়ে যায় কাউন্টডাউন্ট। পশ্চিমবঙ্গের পাশাপাশি কিন্তু বিদেশের মাটিতেও বেশ জমজমাট করে এখন দুর্গাপুজোর আয়জন করা হয়। এদিকে যত সময় যাচ্ছে, ততোই কিন্তু নিউইয়র্ক শহরে বাড়ছে বাঙালির সংখ্যা। আর যেখানে বাঙালি সেখানে তো পুজার্চনা হবেই।

আরও পড়ুন: ওপার বাংলার শারদীয়া, চলছে প্রস্তুতি 

পাশাপাশি বাঙালির বড় উৎসব দুর্গা পুজোর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। ৫০ বছর ধরে দুর্গাপুজো করছে বাঙালিদের ইস্ট-কোস্ট দুর্গাপুজো অ্যাসোসিয়েশন। রয়েছে নিউইয়র্ক পুজো অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। বিদেশের অনেক শহরের মত, নিউইয়র্কেও দুর্গাপুজো দেশের থেকে একটু আলাদা৷

তিন দিনের মধ্যেই সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো শেষ করা হয়। এই পুজোর বাজেট ও বহর বেশ জমকালো হয়। এখানে কিন্তু কলকাতা থেকে শিল্পীরা যায় পুজর জন্য। অনুষ্ঠান পরিবেশন করেন তাঁরা। সপ্তাহান্তের পুজোর পর ফের অপেক্ষা চলে এক বছরের।

প্রসঙ্গত, এদিকে এই বছর প্রবল বর্ষণে বানভাসি নিউইয়র্ক। জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। তথ্য বলছে, ১৮৮২ সালের পর ফের সেপ্টেম্বরে এমন প্রবল বৃষ্টি হল নিউইয়র্ক শহরে। একাধিক রাস্তা ডুবে গিয়েছে। এছাড়া মেট্রো স্টেশন, বিমানবন্দরে পর্যন্ত জল ঢুকে পড়েছে বলে জানা গিয়েছে সেখানকার প্রশাসন সূত্রে।

অন্য খবর দেখুন:

RELATED ARTICLES

Most Popular