তামিলনাড়ু: এবার ভাল্লুকের আক্রমণ তামিলনাড়ুতে। শনিবার তামিলনাড়ুতে বনের ভিতর থেকে বেরিয়ে তিন জনের উপর হামলা করল একটি ভাল্লুক। এই হামলায় তিনজনই গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তেনকাসি জেলায়।
জানি গিয়েছে, কারুথিলিঙ্গপুরম এলাকার বাসিন্দা ভৈগুন্দমনি ওইদিন মশলার প্যাকেট নিয়ে জঙ্গলের পাশের রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন। তিনি শিবশৈলম থেকে পেঠানপিল্লাইয়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎই ঝোপ থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে এক ভাল্লুক। জঙ্গল থেকে বেরিয়ে ভাল্লুকটি ভৈগুন্দমনির উপর ঝাঁপিয়ে পড়ে। খুব হিংস্রভাবে কামড়ায় ভৈগুন্দমনিকে। গোটা ঘটনা মজরে আসে স্থানীয়দের। তাঁরা তড়িঘড়ি ভাল্লুককে ঘিরে ফেলেন ভাল্লুকটি। ভাল্লুককে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন তাঁরা। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। স্থানীয়দের দিকে তেড়ে যায় ভাল্লুকটি। দুই গ্রামবাসীর উপর ঝাঁপিয়ে পড়ে সে। আহতদের নাম শৈলেন্দ্র এবং নগেন্দ্রন।
আরও পড়ুন:SC upholds EWS Quota: আর্থিক দুর্বলদের কোটায় মান্যতা দিল সুপ্রিম কোর্ট
খবর দেওয়া হয় বনদফতরে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বনকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছয়। কিন্তু ততক্ষণে ভাল্লুকটি পালিয়ে যায়। তিনজন গুরুতর আহত হওয়ায় বনকর্মীরা তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পরে জঙ্গলে তল্লাশি চালায় বনকর্মীরা। বনের ভিতরে থেকে ভাল্লুকটিকে খুঁজে বের করেন তাঁরা।