নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman & Nicobar Island)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.০। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, সোমবার ভোর ৫টা ৭ মিনিটে ভূমিকম্প হয় নিকোবর দ্বীপপুঞ্জে। ভূমিকম্পের উৎসস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জের পেরকা থেকে ২০৮ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার ভোরবেলায় আচমকাই কম্পন অনুভূত হয়। কেঁপে ওঠে বাড়িঘর-রাস্তাঘাট। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন লোকজন। আফটার শকের আশঙ্কাও করা হচ্ছে। ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও জানা যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে এখনও অবধি সুনামির (Tsunami) সতর্কতাও জারি করা হয়নি। তবে সমুদ্রের তলদেশে ভূমিকম্প হওয়ায় আফটার শক ও বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, রবিবার ভূমিকম্প (Earthquake) হয় উত্তরাখণ্ডের উত্তরকাশীতে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ২.৫। এর আগে, গত ৩ মার্চ ভূমিকম্প হয় ওড়িশার কোরাপুটে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮। তার আগে মেঘালয়েও পরপর দুইদিন ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৭। ভূমিকম্পের তীব্রতা খুব বেশি না হওয়ায়, কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ভারতের একাধিক জায়গায় ঘন ঘন এই ভূমিকম্পের ঘটনা ভূবিজ্ঞানীদের চিন্তা বৃদ্ধি করছে।