skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeদেশCovid Surge: তৃতীয় ঢেউয়ের শঙ্কা বাড়াচ্ছে দেশের আট জেলা, রয়েছে কলকাতাও

Covid Surge: তৃতীয় ঢেউয়ের শঙ্কা বাড়াচ্ছে দেশের আট জেলা, রয়েছে কলকাতাও

Follow Us :

নয়াদিল্লি: দেশের (Omicron India) ৮ জেলার সংক্রমণের হার তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) আশঙ্কা বাড়াচ্ছে। এই আট জেলায় কোভিড পজিটিভিটি হার দশ শতাংশের বেশি। এই সব জেলার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা। অর্থাৎ কলকাতার সংক্রমণের হার (Covid Surge) এখন বিপজ্জনক গতিতে বাড়ছে। চিকিৎসকদের পরামর্শ, এই মুহূর্তে কড়াকড়ি, বিধিনিষেধ জারি করা হোক।

কেন্দ্র জানাচ্ছে, মহারাষ্ট্র, তামিলনাডু, দিল্লি, কর্ণাটক, গুজরাট এবং পশ্চিমবঙ্গের সংক্রমণের হারই এই মুহূর্তে চিন্তার বিষয়। দেশে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ১৩ হাজার একশ চুয়ান্ন জন। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, ডেল্টার চেয়ে ওমিক্রনের সংক্রমণের হার অত্যন্ত বেশি। দু’তিন দিনের মধ্যে সংক্রমণের সংখ্যা দ্বিগুন হয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর বক্তব্যও তাই।

ঢেউ সামলাতে জানুয়ারি থেকেই বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দশ জানুয়ারি থেকে বয়স্ক নাগরিকদের মোবাইলে স্বাস্থ্য মন্ত্রকের টেক্সট পৌঁছে দেওয়া হবে। বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেওয়া হবে তাঁদের। একই সঙ্গে শুরু হচ্ছে পনেরো থেকে আঠারো বছর বয়সীদের টিকাকরণ। 

আরও পড়ুন: Omicron In India: ওমিক্রন চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রের, বাংলা-সহ ৮ রাজ্যেকে সতর্ক করে চিঠি

ওমিক্রন নিয়ে চিন্তা বাড়ছে

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, টিকা নেওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ৯ মাস পর্যন্ত টিকে থাকে। বয়স্কদের তাই দু’টি টিকা নেওয়ার পরও বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকদের একাংশ। বাংলার পজিটিভিটি রেট নিয়েও চিন্তা বাড়ছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বাংলায় পজিটিভিটি রেট ছিল ১.৪৫ শতাংশ। ডিসেম্বরের শেষ সপ্তাহে সেটা দাঁড়িয়েছে ৩.১ শতাংশে।

অ্যাকটিভ কেসের নিরিখে বাংলা দেশের মধ্যে চার নম্বরে
RELATED ARTICLES

Most Popular