skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent Newsনিরাপত্তার স্বার্থেই তদন্ত কমিশন, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য

নিরাপত্তার স্বার্থেই তদন্ত কমিশন, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য

Follow Us :

নয়াদিল্লি: পেগাসাস কাণ্ডের তদন্তে দুই সদস্যের তদন্ত কমিশন গঠন করেছিল রাজ্য সরকার। যাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলার শুনানিতে বুধবার হলফনামা জমা দিয়েছে রাজ্য সরকারের আইনজীবী। সেই হলফনামায় রাজ্য জানিয়েছে, পেগাসাস কাণ্ডের সঙ্গে বাংলার মানুষের স্বার্থ জড়িয়ে আছে। তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে এবং বিদেশি কোনও স্পাইওয়্যার যাতে ফোনে আড়ি পাততে না পারে, তা নিশ্চিত করতেই কমিশন গঠন করা হয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারের অভিযোগ, জনস্বার্থ মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে আরএসএসের যোগ রয়েছে।

আরও পড়ুন: নেতাজির মৃত্যুদিন নিয়ে টুইট বিজেপি সাংসদের, ক্ষুব্ধ বসু পরিবার, টুইট মুছলেন পখরিয়াল

পাল্টা আদালত জানায়, সুপ্রিম কোর্ট আশা করেছিল, পশ্চিমবঙ্গ সরকার আরও সংযম দেখাবে৷ বিশেষ করে পেগাসাস ইস্যু যখন শীর্ষ আদালতে বিবেচনা করে দেখছে, তখন রাজ্য সরকার রায়ের জন্য অপেক্ষা করবে৷ এর পরেই সরকার পক্ষের আইনজীবী ডক্টর অভিষেক মনু সিংভি জানান, তিনি আদালতের রায় রাজ্য সরকারের কাছে পৌঁছে দেবেন৷ সিংভির মৌখিক আশ্বাসে রাজ্য সরকার গঠিত কমিশনের উপর স্থগিতাদেশ জারি করেনি শীর্ষ আদালত৷ মামলাকারীদের বক্তব্য, সর্বভারতীয় স্তরে মামলাটি আদালতের বিচারাধীন। তাছাড়া বিষয়টি কেন্দ্রের। রাজ্য সরকারের পৃথক তদন্ত আইন বিরুদ্ধ।

আরও পড়ুন: তালিবানের হাতে প্রাণ গেলে যাক, তবুও কাবুলের মন্দির ছাড়তে নারাজ হিন্দু পুরোহিত

গত মাসে দিল্লি যাওয়ার আগে পেগাসাস নিয়ে তদন্ত কমিশন তৈরির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুর এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতিমর্য় ভট্টাচার্য রয়েছেন তদন্ত কমিশনের দায়িত্বে৷ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিধানসভা ভোটের সময় প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ফোনেও নজরদারি চালানো হয়েছিল৷ তার পরই তদন্ত কমিশন গঠন করেন তিনি৷ রাজ্য সরকারের তদন্ত কমিশন তৈরি হয় বিতর্ক তৈরি হয়৷ পিটিশনকারীর পক্ষে আইনজীবী সৌরভ মিশ্র তদন্ত কমিশন খারিজের দাবি জানান৷

 

RELATED ARTICLES

Most Popular