ওয়েব ডেক্স: দিনহাটার (Dinhata) বাসন্তীরহাটে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ। মঙ্গলবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুষ্কৃতীদের হামলায় ক্ষতিগ্রস্ত তৃণমূল নেতার বাড়ির একাংশ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ওই নেতার বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূলের নেতারা, দাবি বিজেপির।
আরও পড়ুন: নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তার নির্দেশ বিচারপতির
সূত্রের খবর, গভীর রাতে দিনহাটা ২ ব্লকের সহ-সভাপতি বিশ্বনাথ সিংহের বাড়ি লক্ষ্য করে বোমা চালায় এক দুষ্কৃতী। বিস্ফোরণের শব্দে বাড়ির লোক উঠে এসে দেখতে পায় বাড়ির বেশ কিছু অংশ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তৃণমূলের দাবি, বিরোধী দল বিজেপির গুন্ডারাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও পালটা বিজেপির দাবি, গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে বিচ্ছিন্ন কথাবার্তা বলছে তৃণমূল।
দেখুন আরও খবর: