কলকাতা: পর্দায় ফিরছে ফেলুদা (Feluda), তোপসে আর জটায়ুর সেই ম্যাজিক। ফের একবার এই ত্রয়ীর রসায়নের দেখা যাবে ওয়েব সিরিজে। সৃজিত মুখোপাধ্যায় নিয়ে আসছেন ফেলুদার ওয়েব সিরিজকে। গল্পের নাম, ‘ফেলুদার গোয়েন্দাগিরি: ভূস্বর্গ ভয়ঙ্কর’ (Feludar Goyendagiri: Bhushawrgo Bhoyonkawr)। এবারের গল্প কাশ্মীরে। ওটিটিতে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ শিরোনামে প্রথমে দুটো সিজন পরিচালনা করেন সৃজিত। ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ এই দুটো সিরিজ তৈরি করেন। এবার ভূস্বর্গ ভয়ঙ্কর গল্প অবলম্বনে নতুন সিরিজ আনছেন সৃজিত।
আরও পড়ুন: হাঁটু গেড়ে বসে কার্তিককে প্রেম নিবেদন অনুরাগীর
‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিরিজে ফেলুদা এবং তার দলবলের চরিত্রে অভিনেতার বদল আনছেন না সৃজিত। ফেলুদার ভূমিকায় ফের একবার টোটা রায়চৌধুরী । ফের একবার ফিরে আসবে ফেলুদার নস্ট্যালজিয়া। অনির্বাণ চক্রবর্তী আসছেন জটায়ু হয়ে এবং কল্পন মিত্র তোপসে হয়েই থাকছেন। মূল গল্প কাশ্মীরের প্রেক্ষাপটে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সিরিজের শ্যুটিং।
অন্য খবর দেখুন