কলকাতা: ৩ বছর ছোট-বড় পর্দায় দেখা যায়নি অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে (Indrani Halder)!শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘শ্রীময়ী’ সিরিয়ালে। তার পর ওটিটি প্ল্যাটফর্মে দু-একটা কাজ করেছেন। তারপর থেকে পর্দায় দেখা মেলেনি ইন্দ্রানীর। ছোটপর্দা তো দূরে থাক, ক্যামেরার সামনেই এতদিন দেখা যায়নি অভিনেত্রীকে। ইন্দ্রাণী হালদার কেথায় সেই প্রশ্ন ঘুরে বেরাচ্ছে অনুরাগীদের মধ্যে। সোশ্যাল মিডিয়াতেও থেকেছেন অন্তরালে। ভাইফোঁটার আগের রাতে এক মাচা শো-তে অংশ নেন তারকা। সেখানে ইন্দ্রাণী হালদারকে দেখে চেনা দায়! রোগা ছিপছিপে চেহারা ফধাও। মুটিয়ে গিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী এমন দশা থেকে শুরুতে অবাক অনুরাগীরা।
আরও পড়ুন: নেই যিশু, নীলাঞ্জনার পার্টিতে কারা কারা উপস্থিত?
অভিনেত্রীর চেহারায় অনেকটাই পরিবর্তন এসেছে। দর্শকের একাংশ অভিনেত্রীকে এই রূপে দেখে রীতিমতো চমকে গিয়েছেন। শোনা যাচ্ছে, তাঁর অসুস্থতার জন্যই নাকি চেহারায় পরিবর্তন এসেছে। শারীরিক গঠনের এমন পরিবর্তন কেন হল? ইন্দ্রাণী হালদারের নিজেই সেই উত্তর দেন। তিনি জানান,’পিঠে ব্যথার কারণে একবছর কোনও অনুষ্ঠান করতে পারেননি। বাইরে বেরোনো একদম বারণ করেছিল ডাক্তার, জিম বা কোনওরকম ব্যায়াম করাতেও নিষেধাজ্ঞা রয়েছে। ওষুধ খেয়ে এখন আগের থেকে কিছুটা ঠিক আছি। ওষুধের কারণে আমার ওজন আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। তবে ওজন নিয়ে দয়া করে কেউ সমালোচনা করবেন না। আমি খুব ডিপ্রেসড হয়ে যাব তাহলে।