গোপীবল্লভপুর: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ভারী বৃষ্টি চলছে। টানা বৃষ্টিতে ডুবলো কজওয়ে, বন্ধ যোগাযোগ ব্যবস্থা। এলাকার বেশ কিছু জায়গা জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। তার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ঝাড়গ্রামের রোহিনী কিংবা বেলিয়াবেড়া যাওয়ার এখন একমাত্র পথ এই বড়ামারা সেতু। টানা ভারী বৃষ্টিতে নদীতে জলস্তর বেড়ে যায়। যার জেরে জলের তলায় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর (Gopivallabhpur) ২ নম্বর ব্লকের গোয়ালমারা এলাকার বড়মারা কজওয়ে সেতুটি। যার ফলে প্রায় বেলিয়াবেড়া ও ঝাড়গ্রাম শহরের যাওয়ার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন।
আরও পড়ুন: শরীরের রক্ত ঋণ শোধ করব, দলীয় কর্মী বাড়িতে গিয়ে মন্তব্য মানিকের
প্রায় ১০ থেকে ১৫ টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বড়মারা কজওয়ে সেতু। কিন্তু ডুলুং নদীতে জল বাড়ার কারণে এই সেতুর উপর দিয়ে জল যাওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উল্লেখ্য, গত চার থেকে পাঁচ বছর আগে ওই রাস্তার উপরে একটা সেতু ছিল। কিন্তু ওই সেতুর একাংশ ভেঙে যাওয়ার কারণে বিকল্প এই ডুলুং নদীর উপরে কজওয়ে বানানো হয়। কিন্তু এতেও বিপত্তি। গতকাল থেকে অতিভারী বৃষ্টির ফলে বিকল্প কজওয়ের উপর দিয়ে জল পারাপার করলে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বহু গ্রামের। তবে গতকাল থেকে বৃষ্টি ফলে জল বাড়ার পরিমাণ এতটাই যেকোনো সময় পার্শ্ববর্তী গ্রাম এলাকায় জল প্রবেশ করতে পারে বলে আশঙ্কা। পাশাপাশি জল বাড়ার কারণে এলাকার জমি, মাঠ ডুবে গিয়েছে।
অন্য খবর দেখুন