ওয়েব ডেস্ক: প্যারিস জ্যাকসন (Paris Jackson), তিনি মাইকেল (Michael Jackson) কন্যা। উদাম শরীরে নিয়ে জনসমক্ষে প্যারিস। এবার তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠল।ফ্যাশন উইকের রেড কার্পেটে প্যারিস হাজির হলেন সম্পূর্ণ ‘সি থ্রু’ বা স্বচ্ছ পোশাকে। পরণে ছিল না অন্তর্বাস, কালো পোশাকে অসংখ্য ছিদ্র এবং সবটাই স্বচ্ছ। জ্যাকসন কন্যার সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় নেয়নি। তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিতর্কের মাঝেই মুখ খুললেন প্যারিস জ্যাকসন।
আরও পড়ুন:মাঠে বিরুষ্কার আনন্দঘন মুহূর্ত; রাহুলের প্রশংসায় সুনীল শেট্টি
পপ সম্রাট মাইকেল জ্যাকসন। মঞ্চে যখন অবতীর্ণ হতেন, অবাক হয়ে বিশ্ব তাকিয়ে থাকত তাঁর পারফরমেন্সের দিকে। তাঁরই সন্তান প্যারিস।আন্তর্জাতিক ফ্যাশন শোয়ে স্বচ্ছ পোশাকে ধরা দেন প্যারিস জ্যাকসন। নেই কোনও অন্তর্বাস। পরনে কালো স্বচ্ছ পোশাক। তাতে আবার অসংখ্য ছিদ্র। স্পষ্ট বোঝা যাবে স্তনবৃন্ত। পোশাকের জন্য সমালোচিতও হন। বিতর্কের মাঝে মুখ খুলে পালটা যুক্তি দিলেন। তার কথায়, পোশাক নিয়ে সকলের ভিন্ন মত থাকতে পারে। পশুদের মতো মানুষেরও শরীর, এটাকে এত বড় করে দেখার কিছু নেই। এর শুধুই স্তনবৃন্তই তো দেখা গিয়েছে। এটার থেকেও বড় কাজ আছে এই পৃথিবীতে।” প্যারিস আসলে মানবশরীরকে কেবলই শরীর হিসেবে দেখেন। যেমন আশেপাশে পশুরা নগ্ন শরীরে ঘুরে বেরায় তেমনই মানুষের শরীরকেও পোশাকে বেঁধে রাখতে নারাজ।
View this post on Instagram
অন্য খবর দেখুন