মেমারিঃ কদিন আগে বঙ্গোপসাগরে তৈরি হয় নিম্নচাপ। পরে তা অতি প্রবল ঘূর্ণিঝড় “দানা”র রূপ নেয়। কালীপুজোর আগে তা আছড়ে পড়ে ওড়িশার মধ্যবর্তী এলাকায়। প্রভাব পড়ে পশ্চিমবঙ্গেও। ভারী বৃষ্টিপাত হয় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। ব্যাপক ক্ষতির মুখে পড়ে চাষের জমি। চাষের জমির ধান নষ্ট হয়ে যাওয়ায়, ক্ষতিপূরণের দাবিতে এবার পথ অবরোধ করলেন মেমারির বাসিন্দারা।
তাদের অভিযোগ, “দানা”র প্রভাবে মারাত্বক ক্ষতির মুখে বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের আহিরা এলাকার ধান চাষীরা। ভারী বৃষ্টিপাতের জেরে বিঘের পর বিঘে জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই চাষিদের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে কৃষি দফতরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু সেই চিঠির এখনও সদ উত্তর না মেলায় মেমারীর ২ নম্বর ব্লকের আইরা গ্রামের চাষিরা দ্বারস্থ হন ব্লক প্রশাসনের কাছেও। কিন্তু তাতেও কোন সুরাহা হয়নি।
আরও পড়ুন: শেষ লগ্নের প্রচারে মেদিনীপুরে ঝড় তুললেন সায়নী
যে সমস্ত চাষীরা ঋণ নিয়ে চাষ করছেন তাদের মাথায় হাত পড়ে গেছে। সমস্ত ধানের চাল প্রবল বৃষ্টির জেরে নষ্ট হয়ে যায়। দানা’র প্রভাব কাটিয়ে আবহাওয়ার পরিবর্তন ঘটলেও বিঘের পর বিঘে জমির ধান মাটিতে শুয়ে রয়েছে। এখনো জল জমে রয়েছে মাঠে।
প্রশাসনের দ্বারস্থ হয়েও সুফল না মেলায় এবার ক্ষতিপূরণের দাবিতে এবার পথে নামলেন বাসিন্দারা। সোমবার বেশ কিছুখন ধরে কালনা বর্ধমান রাস্তা জুড়ে চলে অবরোধ। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। তবে আদৌ কি ক্ষতিপূরণ মিলবে? তার দিকেই এখন তাকিয়ে রয়েছেন এলাকার চাষীরা।
দেখুন অন্য খবর: