মুর্শিদাবাদ: জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হলেন একাধিক। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার গোবিন্দটোলা এলাকায়। আহত তৃণমূল কর্মী বিজয় কুমার চৌধুরী এবং দিলীপ চৌধুরীর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য তাসলিমা বিবির স্বামী মুরসালিম শেখের দলবল জোরপূর্বক তাঁদের জমি দখল করে রাস্তা তৈরি করতে চাইছে। আর সেই জমি দখল করতে বাধা দেওয়ায় তাঁদের ব্যাপক মারধোর করা হয় বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায়।
আরও পড়ুন: পাহাড়ে কর্মসংস্থানের ও পর্যটনের সমৃদ্ধির উপরে বিশেষ জোর মমতার
পরে আহতদের উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে তিন’জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় লালবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনা এখনও পর্যন্ত তৃণমূল নেতা মুরিসালিম শেখের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আহতদের অভিযোগ, সঠিক সময়ে পুলিস না আসায় তাঁদের বেধড়ক মারধোর করা হয়। আহতরা এই বিষয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন।
দেখুন আরও খবর: