কলকাতা: আকাশ থেকে মেঘের চাদর সরতেই পারদ পতন ঘটেছে রাজ্যে। তবে দাপুটে শীতের জন্য দক্ষিণবঙ্গবাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রায় তেমন কোনো হেরফের না হলেও, পরবর্তী ৩ দিনে পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে বিভিন্ন জেলায় কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। যদিও উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা আলাদা। উত্তরের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে শুক্রবার ও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: ডিসেম্বরেই উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টের প্রার্থীদের কাউন্সেলিং! জানুন তারিখ
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির কাছাকাছি। ভোরে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি। তবে হাড়কাঁপানো শীতের আমেজ অনুভব করার জন্য দক্ষিণবঙ্গবাসীকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
দেখুন আরও খবর: