এবার ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন বলিউডের আর এক খ্যাতনামা অভিনেতা অজয় দেবগন। ‘রুদ্র-দা এইজ অফ ডার্কনেস’ সিরিজে তাকে দেখা যাবে। জনপ্রিয় বিবিসি সিরিজ ‘লুথার’এর হিন্দি রিমেক হল এই ওয়েব সিরিজ। জনপ্রিয় ‘লুথার’ সিরিজে প্রধান দুটি ভূমিকায় দেখা গেছে হলিউডের বিখ্যাত অভিনেতা ইদ্রিস এলবা এবং রুথ অ্যালিসনকে। ‘রুদ্র..’র অন্যতম প্রযোজকের সঙ্গে রয়েছে ‘বিবিসি ইন্ডিয়া’।আগামী ২১ জুলাই থেকে এ ছবির শুটিং শুরু হতে পারে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে এ ছবি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে এ ছবি। তবে জল্পনা তৈরি হয়েছে এই সিরিজে অজয় এর বিপরীতে নায়িকার ভূমিকায় কে অভিনয় করবে তা নিয়ে! সূত্রের খবর জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশি খান্না নাকি থাকবেন অজয়ের বিপরীতে। শোনা যাচ্ছে ‘লুথার’ এ রুট অ্যালিসন অভিনীত চরিত্রেই দেখা যাবে রাশিকে। এছাড়া শাহিদ কাপুরের একটি ডেবিউ ওয়েব সিরিজেও নাকি দেখা যাবে রাশিকে।
Html code here! Replace this with any non empty text and that's it.