Placeholder canvas
HomeBig newsআগুন ঝরাচ্ছেন অজি পেসাররা, ইডেন যেন ওল্ড ট্রাফোর্ড

আগুন ঝরাচ্ছেন অজি পেসাররা, ইডেন যেন ওল্ড ট্রাফোর্ড

এটা ইডেন গার্ডেন্স নাকি ওল্ড ট্রাফোর্ড!

কলকাতা: এটা ইডেন গার্ডেন্স (Eden Gardens) নাকি ওল্ড ট্রাফোর্ড (Old Trafford)! আবহাওয়ার পূর্বাভাসেই বলা ছিল আকাশ মেঘলা থাকবে, কাজেই নতুন বল সুইং করতই। কিন্তু আকাশ যেমন ম্যাঞ্চেস্টার (Manchester) শহরের মতো পিচও তো তেমনই আচরণ করছে। হ্যাজলউড, স্টার্কদের বল এতটাই বাউন্স করছে যে উইকেটকিপার জশ ইঙ্গলিস বল বুক, মাথার হাইটে ধরছেন।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) বললেন, তিনিও ব্যাট নিতেন। তবে সেইসঙ্গে এও বললেন, প্রথমে বল করতে হচ্ছে বলে খুব একটা অখুশি নন কারণ মেঘলা আবহাওয়ায় বল সুইং করতে পারে। তাঁর কথাই অক্ষরে অক্ষরে মিলে গেল। বল একটু আধটু নয়, এতটাই সুইং করছে যে ব্যাটের কানায় লাগছে না, সোজা কিপারের হাতে যাচ্ছে।

আরও পড়ুন: পাকিস্তানের নতুন নেতা শাহিন আফ্রিদি, শান মাসুদ

 

প্রথম ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা (South Africa) মাত্র ১৮ রান করল। এটাই এই বিশ্বকাপে প্রথম পাওয়ার প্লে-র সর্বনিম্ন স্কোর। একদম শুরুতেই মিচেল স্টার্কের বল খোঁচা দিয়ে ফিরে যান বাভুমা। ব্যাট হাতে তাঁর জঘন্য ফর্ম অব্যাহত। তবে মহা গুরুত্বপূর্ণ কুইন্টন ডি কককে আউট করলেন জশ হ্যাজলউড। খানিকটা ধৈর্য হারিয়েই বড় শট খেলতে গিয়ে বল আকাশে তুলে দিলেন। পিছন দিকে দৌড়ে দুর্দান্ত ক্যাচ ধরলেন কামিন্স।

অস্ট্রেলিয়ানরা আজ কী খেয়ে মাঠে নেমেছে কে জানে! কী দুরন্ত ফিল্ডিংটাই করছেন মার্নাস লাবুশেন, ডেভিড ওয়ার্নাররা (David Warner)। মাছি পর্যন্ত গলতে দেব না এমন অ্যাটিটিউড নিয়ে ফিল্ডিং করছেন তাঁরা। ফলে কাজ আরও কঠিন হয়ে যাচ্ছে প্রোটিয়া ব্যাটারদের। এই প্রতিবেদন লেখার সময় ১৪ ওভারে ৪৪ রানে চার উইকেট পড়ে গিয়েছে তাদের। খেলা বৃষ্টির জন্য বন্ধ রয়েছে।

Cricket World Cup Semi Final 2023 | ফাইনালে ভারত, আবেগে ভাসছে মুম্বই

RELATED ARTICLES

Most Popular

Recent Comments