কলকাতা: আগামিকাল, শুক্রবার (১৮ অক্টোবর) শুরু হচ্ছে প্রো কবাডি লিগের (Pro Kabaddi League 2024) ১১ নম্বর মরসুম। এবারেও অংশ নেবে ১২টি দল। দেশ ও বিদেশের বেশ কিছু খেলোয়াড় এই প্রতিযোগিতার তারকা হয়ে উঠেছেন। অনেকেরই অভিজ্ঞতার ঝুলি ঠাসা। দেখে নেওয়া যাক প্রো কবাডি লিগের সেরা পাঁচ অভিজ্ঞ খেলোয়াড় কারা।
১) প্রদীপ নারওয়াল: কবাডি কোর্টে ‘ডুবকি কিং’ নামে খ্যাত প্রদীপ এই টুর্নামেন্টে ১৭০টি ম্যাচ খেলে ফেলেছেন। প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোর করা রেইডার ১৭০ ম্যাচে ১৬৯৯ পয়েন্ট অর্জন করেছেন।
২) ফাজেল আত্রাচালি: ইরানের ডিফেন্ডার আত্রাচালি পিকেএল-এর সফলতম বিদেশি। ১৬৯ ম্যাচ খেলে ৪৮৬ ট্যাকল পয়েন্ট অর্জন করেছেন এই ডিফেন্ডার।
আরও পড়ুন: প্রো কবাডি লিগে ১২ দলের নেতৃত্বে কারা?
৩) দীপক হুডা: হরিয়ানার অলরাউন্ডার পিকেএল-এ ১৫৭টি ম্যাচ খেলে ফেলেছেন। ন’টি মরসুম ধরে সমানভাবে পারফরম্যান্স দিয়ে চলেছেন তিনি। আক্রমণ এবং রক্ষণ, দুই তরফেই বড় হাতিয়ার দীপক।
৪) সন্দীপ নারওয়াল: পাটনা পাইরেটসের পিকেএল কেরিয়ার শুরু করেছিলেন এই অলরাউন্ডার, তারপর ১৫৬টি ম্যাচ খেলে ফেলেছেন। আক্রমণাত্মক ট্যাকল এবং ভয়ডরহীন আক্রমণের জন্য বিখ্যাত।
৫) রাহুল চৌধরি: দর্শক মহলে জনপ্রিয় রাহুল ‘শোম্যান’ নামে পরিচিত। ১৫৪টি ম্যাচ খেলে ১১০৬ পয়েন্ট অর্জন করেছেন এই রেইডার।