তুফানগঞ্জ: এক ছানা ব্যবসায়ী খুনের ঘটনায় কামাতশেওড়াগুড়ি এলাকায় চাঞ্চল্য। মৃত ব্যবসায়ীর নাম সুব্রত ঘোষ (৩২)। মৃতের বাড়ি দিনহাটার সাহেবগঞ্জ থানার নাজিরহাট এলাকায়। ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার তুফানগঞ্জ থানার কামাতশেওড়াগুড়ি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে তুফানগঞ্জ মহকুমার বিভিন্ন এলাকায় ছানা সাপ্লাই দিয়ে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন সুব্রত। সেই সময় তুফানগঞ্জ-নাজিরহাট সংযোগকারী কামাতশেওড়াগুড়ি রাজ্য সড়কে তাঁর পথ আটকে দুস্কৃতীরা। এরপরই তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সু্ব্রতর। তুফানগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: খাবার খেয়ে অসুস্থ তিন ,সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন
গতকালই দোষীদের শাস্তি ও সিবিআই তদন্তের দাবিতে তুফানগঞ্জ ১ নম্নর ব্লকের বলরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কামাতশেওড়াগুড়ি তুফানগঞ্জ-নাজিরহাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের পরিবার এবং গ্রামবাসীরা।