Placeholder canvas
HomeBig newsপঞ্চডোলিতে কেদারনাথ পৌঁছলেন উখিমঠে

পঞ্চডোলিতে কেদারনাথ পৌঁছলেন উখিমঠে

৬ মাস পুজোপাঠ ওঙ্কারেশ্বর মন্দিরে

রুদ্রপ্রয়াগ: কেদারনাথের (Kedarnath) শীতকালীন (Winter) আবাসস্থল উখিমঠের (Ukhimath) ওঙ্কারেশ্বর মন্দিরে (Omkareshwar Temple) এসে পৌঁছাল ডোলি (Panch Doli)। ভাইফোঁটার (Bhaiya Dooj) দিন এই মরশুমের জন্য বন্ধ হয়েছে মূল কেদার মন্দির। সেখান থেকে ডোলি বা পালকিতে করে বৃহস্পতিবার কেদারনাথকে আনা হয় গুপ্তকাশীর (Guptkashi) বিশ্বনাথ মন্দিরে (Vishwanath Temple)। সেখান থেকে এদিন কেদারনাথের মূল বিগ্রহ এনে রাখা হয়েছে ওঙ্কারেশ্বর মন্দিরে। আগামী ৬ মাস এখানেই প্রতিষ্ঠিত থাকবেন বাবা কেদার।

গুপ্তকাশীতে কেদারনাথের আগমন উপলক্ষে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছিল। পুষ্পবৃষ্টিতে আহ্বান করা হয় বিগ্রহকে। কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছিলেন সেই অনুষ্ঠানে। মন্দিরের পুরোহিতরা পূজা ও আরতি করে কেদারনাথকে অর্ঘ্য দেন।

আরও পড়ুন: দিল্লিতে শ্বাস নেওয়া ১০টি সিগারেট পানের শামিল

কেদারনাথকে আনা হয় পঞ্চমুখী ডোলিতে। উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দির সমুদ্রস্তর থেকে ১৩১১ মিটার উচ্চতায় অবস্থিত। এখানেই অবস্থান করেন পঞ্চকেদার অর্থাৎ কেদারনাথ, দ্বিতীয় কেদার মধ্যমেশ্বর, তৃতীয় কেদার তুঙ্গনাথ, চতুর্থ কেদার রুদ্রনাথ এবং পঞ্চম কেদার কল্পেশ্বর। তাই এই স্থানকে পঞ্চগদ্দিও বলা হয়।

প্রসঙ্গত, এবছর কেদারনাথ দর্শন করেছেন ১৯ লক্ষ ৫৭ হাজার ৮৫০ জন তীর্থযাত্রী। ভাইফোঁটার দিন রাতে কেদারের দরজা বন্ধ হয়ে যায়। প্রায় একইসঙ্গে এ বছরের মতো চারধাম যাত্রারও পরিসমাপ্তি ঘটে। গঙ্গোত্রী ধাম বন্ধ হয়েছে গত মঙ্গলবার, অন্নকূট গোবর্ধন পূজার দিন। ভাইফোঁটার দিনই বন্ধ হয়েছে যমুনোত্রী ধাম দর্শন। আগামিকাল, ১৮ নভেম্বর বন্ধ হবে বদ্রীনাথ ধাম।

অন্য খবর দেখুন

Cyclone Midhili | আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'মিথিলি'

RELATED ARTICLES

Most Popular

Recent Comments