ফরাক্কা: মুর্শিদাবাদের ফরাক্কায় আদানি (Adani) গোষ্ঠীর বিদ্যুৎ প্রকল্প (Power Project) সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি হবে আগামী ২০ ফেব্রুয়ারি। মামলাকারীরা প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের (Prakash Sreevastav) ডিভিশন বেঞ্চে মামলার দ্রুত শুনানির আর্জি জানালেও মঙ্গলবার আদালত তা খারিজ করে দেয়। এদিন প্রধান বিচারপতি জানান, সাত দিনে নতুন করে আর কোনও সমস্যা তৈরি হবে না।
মামলাকারীদের তরফে আইনজীবীর বক্তব্য, আদানি গোষ্ঠীর এই প্রকল্পের জন্য বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দ্রুত এই মামলার শুনানির আবেদন করা হচ্ছে। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কত বছর ধরে প্রকল্পের কাজ চলছে? এত বছর কেন আবেদন করেননি?
আরও পড়ুন: Balurghat Student: ছাত্রীকে দিয়ে শৌচাগার পরিষ্কার, তুমুল বিক্ষোভ বালুরঘাটের স্কুলে
প্রসঙ্গত, ফরাক্কায় আদানি গোষ্ঠীর বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে সরব হয় মানবাধিকার সংগঠন এপিডিআর (অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্র্যাটিক রাইটস)। এলাকার কয়েকজন চাষিকে নিয়ে গত ৩১ জানুয়ারি তাঁরা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে এপিডিআর। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল।
বাংলাদেশে বিদ্যুৎ পৌঁছনোর জন্য ফরাক্কায় আদানি গোষ্ঠীর ওই বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠছে। তার জন্য চাষিদের ফসলি জমি দখল করা হয়েছে বলে অভিযোগ। ওই জমির উপর দিয়েই হাইটেনশন তার নিয়ে যাওয়া হবে। চাষিদের অভিযোগ, হাইটেনশন তার গেলে জমির ফসলের ব্যাপক ক্ষতি হবে। আদালত ওই মামলায় সব পক্ষকে যুক্ত করার নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।
শেয়ার করুন