Saturday, July 5, 2025
HomeCurrent Newsমোদিকে চোর ইশারা রাহুল গান্ধীর

মোদিকে চোর ইশারা রাহুল গান্ধীর

Follow Us :

নয়াদিল্লি: রাফালে যুদ্ধবিমানের নয়া তদন্ত নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে। ভারতের আইনজীবী প্রশান্তভূষণ থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অনেকেই তোপ দেগেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এদিন ব্যঙ্গ করে ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেন রাহুল। তাতে দেখা যাচ্ছে, সাদা দাড়ি আর সেই দাড়ি ধরে ঝুলছে একটি জেট প্লেন।

আরও পড়ুন: রাফাল: বিরোধী কাঁটায় বিদ্ধ মোদি

যুদ্ধবিমান নিয়ে ডামাডোলের মধ্যেই এই পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। পোস্টের তলায় হিন্দিতে লেখা ‘চোর কা দাড়ি মে তিনকা’। এটি একটি প্রবাদ। এর অর্থ হল চোরের দাড়িতে লেগে থাকা কুটো বা খড়। এখানে খড় বলতে বোঝানো হয়েছে রাফাল জেটকে। রাজনৈতিক সূত্রে খবর, এই ছবির মাধ্যমে মোদিকে নিশানা করেছেন রাহুল গান্ধী। ছবিটি সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজেনদের দাবি দুর্দান্ত ব্যঙ্গ করা হয়েছে ছবিটির মধ্যে দিয়ে।

আরও পড়ুন: অ্যামাজনে বেজোস বিদায়

রাফাল দুর্নীতি মামলায় ৬০ হাজার কোটি টাকার দুর্নীতি ঘিরে নতুন করে বিচারবিভাগীয় তদন্ত করবে ফ্রান্স। সেই মতো নিয়োগ করা হয়েছে বিচারক। ভারতের বিশিষ্ট আইনজীবী প্রশান্তভূষণ তোপ দেগে জানিয়েছেন, এই বিমান কেনা নিয়ে কোটি কোটি টাকা তছরুপের বিষয়ে তদন্তের দাবিতে আগেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। কিন্তু তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগেই এফআইআর অযৌক্তিক জানিয়ে মামলা খারিজ করে দেন। নতুন করে ফ্রান্স তদন্তে নামছে এটা জানার পরই প্রশান্তভূষণ জানিয়েছেন, এর থেকেই প্রমাণ হয় সেদিন তাঁর মামলা করার কারণ একেবারেই অযৌক্তিক ছিল না। কিন্তু গগেই এর নেতৃত্বে আদালত সরকারের দেওয়া তথ্যই মেনে নিয়েছিল। এরপর তাৎপর্যপূর্ণভাবে অবসর নিয়ে গগেই রাজ্যসভার সিটও পান। এখন সবকিছুই পরিষ্কার বলে দাবি প্রশান্তভূষণের। নতুন করে তদন্ত হবে শুনে অনেকেই বিঁধেছেন কেন্দ্রীয় সরকারকে। তবে রাহুল গান্ধির পোস্ট সবচেয়ে নজরকাড়া।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39