কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আকাশে ওড়ার সময় দু’ঘণ্টারও কম ছিল। কুনমিং থেকে গুয়াংঝৌ যাওয়ার কথা ছিল ৭৩৭ বোয়িং বিমানটির। যার বয়স মাত্র ৬ বছর। বিমানের ক্ষেত্রে যা কিছুই নয়। এক ঘণ্টারও বেশি সময় ঠিকঠাকই উড়ছিল চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের (China Plane Crash) বিমান। বেলা ২টো ২০ নাগাদ আচমকা নাক বরাবর নিচে (Nose Dive) নামতে শুরু করে বিমানটি। ২ মিনিটের মধ্যে ২৯ হাজার ফুট উচ্চতা থেকে নেমে চলে আসে ৩ হাজার ফুটে (Plane Crash)। তার পরই এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষ ২ মিনিটে ঠিক কী ঘটেছিল? কলকাতা টিভি ডিজিটালের হাতে এসে পৌঁছেছে বেশ কিছু তথ্য। ফ্লাইটরাডার ২৪ থেকে একাধিক তথ্য মিলেছে।
দ্য চায়না ইস্টার্স সংস্থার বিমানটি বেলা ১টা ১১ মিনিট নাগাদ কুনমিং থেকে রওনা দিয়েছিল। ৩টে ৫ মিনিট নাগাদ গন্তব্যে পৌঁছনোর কথা ছিল তার। ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, দুপুর ২টো ১৯ মিনিটে ২৯ হাজার ১০০ ফুট উচ্চতায় ছিল বিমানটি। দুপুর ২টো ২০ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত এই উচ্চতাতেই উড়ছিল ৭৩৭ বোয়িং বিমানটি। গতি ছিল ৪৫৭ নট। তার পরই বিপত্তি। কয়েক সেকেন্ডের মধ্যে আচমকা ২৭ হাজার ফুটে নেমে আসে বিমানটি। এর পর নাক বরাবর নামতে থাকে বিমানটি। ২৭ হাজার ফুট থেকে ২২ হাজার, তার পর ১৭ হাজার, ১৫ হাজার, ১২ হাজার, ১১ হাজার, ৯ হাজার, ৭ হাজার ফুট!

Rescue efforts are pouring into Guangxi to search for survivors of the crashed passenger plane. The crash site is in a mountain area with limited access and poor connection. pic.twitter.com/23qfRGEPBY
— People's Daily, China (@PDChina) March 21, 2022
বেলা ২টো ২১ মিনিট ৫৫ সেকেন্ডে তার উচ্চতা ছিল ৭ হাজার ৪২৫ ফুট। এই সময় পাইলট বিমানকে উঁচুতে নিয়ে যাওয়ার কিছুটা চেষ্টা করেছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে ৮ হাজার ৬০০ ফুট উচ্চতাতে পৌঁছয়ও বিমানটি। কিন্তু তার পরই ফের নিচে নেমে আসতে থাকে সেটি। ২টো ২২ মিনিট ৩৫ সেকেন্ডে বিমানের সঙ্গে এসিটির সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়৷ সেই সময় বিমানটি ৩২২৫ ফুট উঁচুতে ছিল৷ গতিবেগ ছিল ঘণ্টায় ৩৭৬ নট। এর কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর মেলে৷ বিমানটি ভেঙে পড়তেই পাহাড়ে বিধ্বংসী আগুন ধরে যায়। টুইটারে ভাইরাল হয়েছে সেই ছবি। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়৷
Flight #MU5735 was flying from Kunming to Guangzhou. It took off from Kunming at 05:11 UTC. It was cruising at 29.100 feet until 06:20:59 when it suddenly started to lose altitude very fast.https://t.co/Lwo8klGf8g pic.twitter.com/QRt7lNIuoM
— Flightradar24 (@flightradar24) March 21, 2022
আরও পড়ুন: china plane crash: ১৩৩ জন আরোহী নিয়ে চীনের পাহাড়ে ভেঙে পড়ল বিমান, দুর্গম এলাকায় উদ্ধারে বাধা

চিনের উওজোউ শহরের কাছে গুয়াংগজি এলাকায় বিমানটি ভেঙে পড়ে বিমানটি। ওই বিমানে ১৩২ জন আরোহী ছিলেন৷ তাদের মধ্যে একজন পাইলট, ৯ জন বিমানকর্মী৷ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তদন্তের নির্দেশ দিয়েছেন।
#UPDATE
The driver’s footage also shows the crash video of #ChinaEasternAirlines flight #MU5735 pic.twitter.com/V9Q3uhG9dA— Aviation Newsroom (@Aviation_NewsTW) March 21, 2022