বাঁকুড়াঃ ছাত্রীকে শ্লীলতাহানির (Molestation Bengal) অভিযোগে যুবককে ধরে মারধর।এলাকায় ব্যাপক উত্তেজনা। পুলিশের গাড়ি ভাংচুর। ঘটনাটি বাঁকুড়ার (Bankura molesting student) ইন্দপুর থানার ঝরিয়া গ্রামের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম শান্তনু পাল। বাঁকুড়ার ওন্দা থানার শুশুনিয়া গ্রামের বাসিন্দা।বেশ কিছুদিন ধরেই উত্যক্ত করছিল আড়ালডিহি হাইস্কুলের ছাত্রীদের।সোমবার সকালে ঝরিয়া গ্রামের নবম শ্রেনীর কয়েকজন ছাত্রী সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। যাওয়ার পথে ওই যুবক ছাত্রীদের পথ আটকায় ওই যুবক।
অভিযোগ, ওই দলের মধ্যে একজন ছাত্রীর মুখে গামছা বেঁধে অসৎ উদ্যশ্যে রাস্তার পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করে শান্তনু।অন্যান্যরা কোনও রকমে ছুটে পালায়। এর পরই কয়েকজন ছাত্রী চিৎকার চেঁচামেচি করতে শুরু করলে এলাকায় লোকজন জড়ো হ্য়।স্থানীয় দুজন ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। এরপরই তাঁরা অভিযুক্তকে নিয়ে যান ঝরিয়া গ্রামে। মারধর করে আটকে রাখেন।
আরও পড়ুন Joyrambati Mandir Reopen: কোভিড কাঁটা সরতেই খুলছে জয়রামবাটি মাতৃমন্দির, ভক্তদের প্রবেশে অনুমতি
ততক্ষণে খবর পৌঁছয় ইন্দপুর থানায়। গ্রামে ঢুকতে গিয়েই বিক্ষোভের মুখে পড়ে পুলিস। এরই মধ্যে স্থানীয় বেশ কয়েকজন পুলিসের দুটি গাড়িতে ভাংচুর চালায় বলে অভিযোগ। কোনও রকমে ঘটনাস্থলে পৌঁছলে, অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে দাবিতে পুলিসের গাড়ি ও তাঁদের ঘেরাও করে গ্রামবাসীরা।গ্রামবাসীদের একাংশের অভিযোগ, এর আগেও ওই তরুণীকে নানা ভাবে উত্যক্ত করেছে সে।মেয়েটির পরিবারের তরফে ইন্দপুর থানার পুলিসকে এর আগে জানানো হয়েছিল। কিন্তু পুলিস কোনও ভূমিকা নেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী ও উচ্চ পদস্থ আধিকারিকরা।
পুলিস জানিয়েছে, অভিযুক্তকে আটক করে ইন্দপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।তাঁকে জেরা করা হবে। ছাত্রীর পরিবারের তরফ থেকে যুবকের বিরুদ্ধে ইন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।